পুজোয় বাড়বে মেট্রোর সংখ্যা? ভিড় এড়াতে বিশেষ নির্দেশ মমতার
প্রতিদিন | ০১ আগস্ট ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে সারাক্ষণ মেট্রো চালানোর কথা বললেন মমতা। মুখ্যসচিব মনোজ পন্থকে মেট্রোর সঙ্গে কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এছাড়াও, লোকাল ট্রেন ও রাস্তায় যেন পর্যাপ্ত বাস থাকে তা দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোয় জেলা থেকে সাধারণ মানুষের ভিড় বাড়ে। তাদের অনেকাংশই মেট্রো চড়েন। আর মেট্রো করে গেলে অনেক জনপ্রিয় পুজো মণ্ডপ পড়ে। তাই দর্শনার্থীদের কথা মাথায় রেখে পুজোর সময় ‘সারাক্ষণ’ মেট্রো পরিষেবার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবিষয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে নির্দেশ দিয়েছেন তিনি। তাছাড়া কলকাতা শহরের লাইফ লাইন মেট্রো। এখন শহরের অনেকাংশে মেট্রো পরিষেবা চালু হয়েছে। জুড়েছে পাশের শহর হাওড়াও। সংশ্লিষ্ট মহলের মতে, সবার কথা মাথায় রেখে এই নির্দেশ মমতার।
তবে শুধু শুধু মেট্রো নয়, জেলার লাইফ লাইন লোকাল ট্রেনও যাতে বেশি চলে সেই দিকটিও দেখতে বলছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, রাজ্য সরকারের অধীনে থাকা ট্রান্সপোর্ট দপ্তরকে পরিবহণ দিকে বাড়তি নজর দিতে নির্দেশ দিয়েছেন। রাস্তায় যাতে প্রয়োজন মতো বাস ও অন্যান্য যান চলাচল করে তা দেখার জন্য বলেছেন তিনি। অন্যদিকে, ক্লাবগুলির অনুদান একলাফে ২৫ হাজার টাকা বাড়াল রাজ্য সরকার। ক্লাবগুলি এই বছর ১লক্ষ ১০ হাজার করে পাবে।