• অসমে কাজে গিয়েছিলেন বছর তিনেক আগে, NRC নোটিস পেলেন কোচবিহারের আরও এক বাসিন্দা
    এই সময় | ০১ আগস্ট ২০২৫
  • দিনহাটার উত্তমকুমার ব্রজবাসী, তুফানগঞ্জের মোমিনা বিবির পর এ বার দীপঙ্কর সরকার। একের পর এক অসম সরকারের এনআরসি নোটিস আসছে কোচবিহারের বাসিন্দাদের কাছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হওয়ায় নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

    জানা যাচ্ছে, তুফানগঞ্জের রামপুর ২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামপুর গ্রামের বাসিন্দা দীপঙ্কর সরকার। অসম সরকারের তরফে তাঁর কাছে একটি নোটিস এসেছে। তিন চারদিন আগেই এই নোটিসটি তাঁর কাছে এসেছিল। দীপঙ্করের দাবি, বছর দুই-তিন আগে অসমে কাজে গিয়েছিলেন তিনি। পরবর্তীতে সেখান থেকে ফিরে এসে গ্রামে কৃষিকাজ শুরু করেন।

    দু’দিন আগে নোটিসটি পেয়ে আতঙ্কে প্রথমে কাউকে কিছু জানাননি। বৃহস্পতিবার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান। শুক্রবার তাঁর বাড়িতে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক-সহ অন্যান্যরা যাচ্ছেন বলে জানা গিয়েছে।

    বৃহস্পতিবারই তুফানগঞ্জের শালবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার বাশরাজা গ্রামের বাসিন্দা মোমিনা বিবির কাছেও এমন একটি নোটিস আসার খবর এসেছিল। মোমিনা জানান, প্রায় ৪০ বছর আগে অসমের ধুবড়ি জেলায় তাঁর বিয়ে হয়েছিল। তবে স্বামীর সঙ্গে ডিভোর্সের পর ফিরে আসেন কোচবিহারে। সেখানে নতুন করে বিয়ে করেছেন। বর্তমানে তাঁর দুই ছেলে এবং পূত্রবধূ রয়েছে। এর আগে কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীও এই ধরনের নোটিস এসেছিল।

  • Link to this news (এই সময়)