• আমের বাক্সের ভেতরে থরে থরে সাজানো ৫০০ টাকার নোট? বড় চক্র ফাঁস করল STF
    এই সময় | ০১ আগস্ট ২০২৫
  • আমের বাক্সের ভেতরে সাজানো গুচ্ছ গুচ্ছ নোট। তবে আসল নয়, নকল। মালদা থেকে আসানসোলে জাল নোট পাচার করা হচ্ছে, গোপন সূত্রে খবর পেয়েছিল এসটিএফ। বৃহস্পতিবার সকালে আসানসোলে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপোতে অভিযান চালিয়ে ২ লক্ষ জাল টাকা বাজেয়াপ্ত করল বেঙ্গল এসটিএফ। ধৃতের নাম রাজেন্দ্রকুমার যাদব। তাঁর বাড়ি পুরুলিয়া জেলার পারবেলিয়া এলাকায়।

    সূত্রের খবর, শিলিগুড়ি থেকে আসানসোল রুটে একটি সরকারি বাসে করে এই টাকা পাচার করা হবে, তাও জানতে পারেন তদন্তকারীরা। সেই সূত্রের ভিত্তিতে বুধবার রাতে মালদা থেকে ওই সরকারি বাসে চড়েন বেঙ্গল এসটিএফ-এর কয়েকজন কর্মী।

    বাসের সিটের নীচে আমের বাক্স রাখার বিষয়টি তাঁদের নজরে আসে। বৃহস্পতিবার সকালে বাসটি আসানসোল জুবলি এলাকায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপোতে আসার পরে নজরদারি শুরু করে এসটিএফ। বেশ কিছুক্ষণ পরে এক ব্যক্তি বাসের ওই আমের বাক্সগুলি বার করতে যান। তাঁকে সেই সময়ে হাতেনাতে ধরে ফেলেন এসটিএফ আধিকারিকরা। জেরায় রাজেন্দ্রর নাম, পরিচয় সামনে আসে।

    প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানতে পারেন, বাংলাদেশ থেকে এই টাকা মালদায় ঢুকছিল। সেখান থেকে তা আসানসোল হয়ে ঝাড়খণ্ডে যাওয়ার কথা ছিল। জাল নোটগুলি সব ৫০০ টাকার ছিল। ধৃত রাজেন্দ্র কুমার যাদবকে আসানসোল দক্ষিণ থানার হাতে তুলে দেওয়া হয়েছে। কে বা কারা এই জাল চক্রের নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখছে এসটিএফ।

  • Link to this news (এই সময়)