• ‘আপত্তি থাকবেই…’, বাঙালিদের উপরে অত্যাচারের ইস্যুতে সরব অমর্ত্য সেন
    এই সময় | ০১ আগস্ট ২০২৫
  • গত কয়েকদিন ধরেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ তুলে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন  নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বৃহস্পতিবার শান্তিনিকেতন থেকে তাঁর স্পষ্ট বার্তা, ‘কোনও নির্দিষ্ট অঞ্চল নয়, ভারতীয়দের সমগ্র দেশের উপরেই অধিকার রয়েছে।’

    এ দিন তিনি বলেন, ‘বাঙালিদের উপরে যদি অত্যাচার হয়, অবহেলা হয়, সে ক্ষেত্রে যথেষ্ট আপত্তির কারণ রয়েছে। তা নিশ্চয়ই বন্ধ করতে হবে।’ বৃহস্পতিবার বিদেশ থেকে শান্তিনিকেতনে নিজের বাড়ি  ‘প্রতীচী’তে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ১৯ অগস্ট পর্যন্ত তিনি শান্তিনিকেতনেই থাকবেন বলে জানা গিয়েছে। এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রসঙ্গও উল্লেখ করেন। তাঁর কথায়, ‘এখানে যে কোনও অঞ্চলের যে কোনও জায়গায় কেউ হেনস্থা হচ্ছেন, তা অবশ্যই আপত্তির কারণ। তা তিনি বাঙালি হন, পাঞ্জাবি বা মাড়োয়ারি। আপত্তি থাকবেই। সমস্ত মানুষকে সম্মান করা উচিত।’ 

    তাঁর আরও মন্তব্য, ‘বাঙালিদের উপরে যদি অত্যাচার হয়, তাঁদের অবহেলা করা হয়, সেক্ষেত্রে আপত্তির কারণ থাকবে। অবহেলা হলে তা বন্ধ করতে হবে।’ উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্র এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভাষা সন্ত্রাসের অভিযোগ তুলে বোলপুরে পদযাত্রার মাধ্যমে ‘ভাষা আন্দোলন’-এর সূচনা করেছিলেন। সার্বিক প্রেক্ষাপটে অমর্ত্য সেনের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

  • Link to this news (এই সময়)