জলপাইগুড়িতে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জের, সরকারি আদিবাসী উৎসবে অতিথির নাম নিয়ে তুমুল বাকবিতণ্ডা, ভেস্তে গেল বৈঠক
বর্তমান | ০১ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সরকারি উদ্যোগে আয়োজিত জেলা পর্যায়ের বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে অতিথি কারা থাকবেন? এনিয়ে প্রশাসনিক বৈঠকে তৃণমূলের দুই গোষ্ঠীর নেতাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কি। একসময় কার্যত হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এর জেরে ভেস্তে যায় বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর বিডিও অফিসের মিটিং হলে ডাকা ওই বৈঠক। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন খোদ জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের আধিকারিক প্রবীণ লামা সহ প্রশাসনের একাধিক আধিকারিক। অভিযোগ, তাঁদের সামনেই নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের দুই গোষ্ঠীর নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক তথা তৃণমূলের জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়।
সূত্রের খবর, বৈঠকে তৃণমূলের এক গোষ্ঠীর নেতারা দাবি করেন, ডেঙ্গুয়াঝাড় চা বাগানে সরকারি আদিবাসী দিবসের অনুষ্ঠানের অতিথি তালিকায় মন্ত্রী বুলুচিক বরাইক, তৃণমূলের এসসি এসটি সেলের নেতা কৃষ্ণ দাস সহ আরও কয়েকজনের নাম রাখতে হবে।
এদিকে, কৃষ্ণ দাসের নাম অতিথি তালিকায় রাখার কথা উঠতেই আপত্তি জানান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূলের অপর গোষ্ঠীর নেতারা। এনিয়েই প্রশাসনিক আধিকারিকদের সামনে শুরু হয় বচসা। বাধ্য হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন সরকারি আধিকারিকরা। যদিও বিষয়টি নিয়ে তাঁরা মুখে কুলুপ এঁটেছেন।
খগেশ্বর বলেন, জলপাইগুড়িতে এবার সরকারি উদ্যোগে জেলা পর্যায়ের বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান আমার বিধানসভার ডেঙ্গুয়াঝাড় চা বাগানে হবে বলে ঠিক হয়েছে। বৈঠকে একপক্ষ মন্ত্রী বুলুচিক বরাইক সহ কিছু নাম অতিথি তালিকায় রাখতে হবে বলে দাবি জানান। আমি তাঁদের বলি, মন্ত্রীর সঙ্গে কথা না বলে কীভাবে তাঁর নাম অতিথি হিসেবে রাখা হবে? এটা বলতেই কিছু ব্যক্তি এদিনের বৈঠকে বিরোধিতা করেন। ঝামেলা পাকিয়ে তাঁরা বৈঠক ভেস্তে দেন। এদিনের বৈঠকে উপস্থিত তৃণমূলের এসসি এসটি সেলের নেতা কৃষ্ণ দাসের মেয়ে, জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রণয়িতা দাস বলেন, এতদিন যাঁরা ডেঙ্গুয়াঝাড়ে আদিবাসী দিবস পালন করতেন, তাঁদের বাদ দিয়ে যদি সেখানে সরকারি অনুষ্ঠান হয়, সেক্ষেত্রে একই জায়গায় পাল্টা অনুষ্ঠান হবে। নিজস্ব চিত্র