• শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের শরবত পান করাবে মাধবডাঙা দ্বীপনগর টার্গেট সঙ্ঘ
    বর্তমান | ০১ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: গত বছরের মতো এবারও শ্রাবণী মেলায় আসা পুণ্যার্থীদের জল ও শরবত খাওয়ানোর ব্যবস্থা করল ময়নাগুড়ির মাধবডাঙা দ্বীপনগর টার্গেট সঙ্ঘ। এবছর তারা ক্যাম্প করতে চলেছে বাইপাস সংলগ্ন অসম মোড় পেট্রল পাম্পের সামনে। ৩ আগস্ট, রবিবার এই কর্মসূচি রয়েছে টার্গেট সঙ্ঘের। ওই দিন সন্ধ্যা ৬টা থেকে পরের দিন অর্থাৎ সোমবার ভোর ৬টা পর্যন্ত ক্লাবের সদস্যরা ভক্তদের গলা ভেজাতে এমন আয়োজন করেছেন। 

    এখন সঙ্ঘের সভাপতি সনাতন সরকার, সহ সভাপতি নিরঞ্জন রায়, সম্পাদক তাপস রায়, সহ সম্পাদক মনোরঞ্জন সরকার, কোষাধ্যক্ষ সুভাষ রায় ও সহ কোষাধ্যক্ষ মিঠুন রায়। ক্লাব কর্তাদের সূত্রে জানা গিয়েছে, দু’বছর আগে ক্লাব সদস্যরা লক্ষ্য করেন শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয় শৈবতীর্থ জল্পেশ মন্দিরে। পুজোর পর যাতে ভক্তরা প্রসাদ পান, তার জন্য বিভিন্ন সংগঠন এমনকী ব্যক্তিগতভাবে অনেকে ভান্ডারা দেন। এমন অবস্থায় ক্লাবের সদস্যরাও সিদ্ধান্ত নেন তাঁরাও ভক্তদের সেবায় নিয়োজিত হবেন। এরপর ক্লাব সদস্য উদয় দাস, স্বপন দাস, নিখিল সরকার, রতন রায়, রবীন সরকার, রঞ্জন রায়, রামজয় দাস, কানাই রায়, নীলকণ্ঠ রায়, নিরঞ্জন রায়, কেশব রায়, চন্দন রায়, দীপঙ্কর রায়, পূর্ণ দাস সহ বাকি সদস্যরা বসে বৈঠক করে ২০২৪ সালে ভান্ডারা দেওয়ার ব্যবস্থা করেন। বৃহস্পতিবার ক্লাবের বেশকিছু সদস্য ময়নাগুড়ি থানায় এসে শিবভক্তদের জল ও শরবত খাওয়ানোর জন্য অনুমতি নিতে কাগজ জমা করেন। 

    ক্লাবের সম্পাদক তাপস রায় বলেন, জলদান মহৎ দান। শ্রাবণ মাসে জল্পেশে ভক্তরা ভোলেনাথের মাথায় জল ঢালতে আসেন। তাঁদের একটু সেবা করতে আগামী ৩ আগস্ট জল ও শরবত খাওয়ানোর আয়োজন করেছি আমরা। 

     ভান্ডারার অনুমতি নিয়ে থানায় ক্লাব সদস্যরা। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)