• ভোটপাট্টি হনুমান বক্স লোহিয়া উচ্চতর বিদ্যালয়, আগামী শিক্ষাবর্ষে চালু মডেল অ্যাডিশনাল ও স্মার্ট ক্লাসরুম
    বর্তমান | ০১ আগস্ট ২০২৫
  • সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: আগামী শিক্ষাবর্ষ থেকে ভোটপাট্টি হনুমান বক্স লোহিয়া উচ্চতর বিদ্যালয়ে (উচ্চ মাধ্যমিক) শুরু হতে চলেছে মডেল অ্যাডিশনাল ক্লাসরুম এবং স্মার্ট ক্লাসরুম। ইতিমধ্যেই মডেল অ্যাডিশনাল ক্লাসরুম তৈরির কাজ শুরু হয়েছে। স্মার্ট ক্লাসরুমের জন্যও বরাদ্দ হয়েছে অর্থ। বড় স্ক্রিনে অডিও-ভিস্যুয়াল ক্লাসরুমে ছাত্রছাত্রীরা আধুনিক পদ্ধতিতে পড়াশোনা করতে পারবে। পড়ুয়াদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি করতেই এমন আয়োজন বলে স্কুল জানিয়েছে। 

    খেলাধুলোর পাশাপাশি ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে নিরলস চেষ্টা চালাচ্ছে ময়নাগুড়ি ব্লকের ভোটপাট্টি হনুমান বক্স লোহিয়া উচ্চতর বিদ্যালয়। ১৯৬৭ সালে এই স্কুল স্থাপিত হয়েছিল। বর্তমানে ছাত্রছাত্রী ২ হাজার ৩২০ জন। স্থায়ী শিক্ষক ৩৫ ও পার্শ্বশিক্ষক ন’জন। এছাড়াও দু’জন ক্লার্ক, তিনজন গ্রুপ ‘ডি’ স্টাফ, একজন লাইব্রেরিয়ান আছেন। ভোকেশনাল কোর্স করাতে চারজন শিক্ষক আছেন, পাঁচজন অতিথি শিক্ষকও আসেন। স্কুলে একজন অতিথি শিক্ষক এবং একজন রক্ষী রয়েছেন। যাঁদের সাম্মানিক স্কুল ফান্ড থেকে দেওয়া হয়। স্কুলের টিআইসি এখন রবীন্দ্রনাথ বর্মন। সহকারী প্রধান শিক্ষক ফলিন্দ্রনাথ রায়। 

    স্কুলে রয়েছে এনএসএস ইউনিট। যেখানে একশো ছাত্রছাত্রী যুক্ত। ভূগোল, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিদ্যার পৃথক ল্যাব আছে। শিক্ষার্থীদের সুবিধার্থে করা হয়েছে বিশাল গ্রন্থাগার। নিরাপত্তার খাতিরে গোটা স্কুল সিসি ক্যামেরায় মোড়া হয়েছে। শিক্ষক-শিক্ষিকারা বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দেন। ছাত্রছাত্রীরা মোবাইল নিয়ে স্কুলে ঢুকছে কি না, দেখার জন্য প্রত্যেক পড়ুয়াকে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয়। আছে মাল্টিজিম। পঞ্চম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য কম্পিউটার ক্লাস ও ভোকেশনাল কোর্স করানো হয়। এখন মিড ডে মিলের নতুন শেড তৈরির কাজ চলছে। যেখানে শতাধিক ছাত্রছাত্রী একসঙ্গে বসে খেতে পারবে। স্কুলে করা হয়েছে ইকো ক্লাব। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই সবুজায়ন গড়তে এই ক্লাব কাজ করছে। স্কুলের পরিচালন সমিতির দায়িত্বে রয়েছেন বাবন পাল। 

    টিআইসি বলেন, ২০১৮, ’২০ ও ’২২ সালে জাতীয় শিশুবিজ্ঞান কংগ্রেসে আমাদের স্কুল জাতীয়স্তরে অংশগ্রহণ করে পুরস্কার জিতেছিল। এছাড়াও দু’বার জেলার সেরা হয়েছে শিশু বিজ্ঞান কংগ্রেসে। বিজ্ঞান মেলাতেও রাজ্যে প্রথম হয়েছিলাম আমরা। তাইকোন্ডো, হ্যান্ডবল, কবাডিতে আমাদের স্কুলের ছেলেমেয়েরা নজরকাড়া সাফল্য পেয়েছে। স্কুলে ফুটবল কোচিং ক্যাম্প করা হয়েছে। 

    সহকারী প্রধান শিক্ষক আক্ষেপের সঙ্গে বলেন, এতকিছুর মাঝেও কিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে। ছাত্রছাত্রীদের বসার জন্য আরও বেঞ্চ দরকার। কিছু ক্লাসরুম প্রয়োজন। শিক্ষকও দরকার। বৃষ্টি হলে স্কুলে জল জমে যায়। তাই সুষ্ঠু নিকাশি ব্যবস্থার প্রয়োজন।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)