• বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, ব্ল্যাকমেল, নার্সিং পাশ যুবতীর সঙ্গে সহবাস, ধৃত নদীয়ার যুবক
    বর্তমান | ০১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: সোশ্যাল মিডিয়ায় পরিচয়। সেখান থেকেই সম্পর্ক গড়ে ওঠে ভূপতিনগরের বিএসসি নার্সিং পাশ যুবতীর সঙ্গে নদীয়ার কালীগঞ্জের এক শিক্ষক পুত্রের। তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে। ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি করে ওই যুবক বারবার ঘনিষ্ঠ হতে ব্ল্যাকমেল করত বলে অভিযোগ। এভাবে ওই যুবতী একাধিকবার শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে বাধ্য হন। একটা সময় অভিযুক্ত যুবক বিয়েতে বেঁকে বসে। কিন্তু, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে ব্ল্যাকমেল বন্ধ হয়নি। যুবতী ফের মিলিত হতে রাজি না হওয়ায় শেষমেশ সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে দেয় যুবক। অগত্যা গত ৬ জুন তিনি ওই যুবকের বিরুদ্ধে ভূপতিনগর থানায় এফআইআর করেন। বুধবার রাতে কালীগঞ্জ থানার উত্তর হাজরাপোতা গ্রাম থেকে অভিযুক্ত যুবক ধৃতি মণ্ডলকে পুলিস গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ওই যুবককে কাঁথি এসিজেএম কোর্টে তোলা হলে বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

    জানা গিয়েছে, ওই যুবতী অন্ধ্রপ্রদেশের একটি নার্সিং কলেজ থেকে বিএসসি নার্সিং পাশ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন। দেড়-দু’বছর আগে সোশ্যাল মিডিয়া সূত্রেই ওই যুবতীর সঙ্গে কালীগঞ্জের ধৃতির পরিচয় হয়। এরপর ওই যুবতী অভিযুক্ত যুবকের সঙ্গে সাক্ষাৎ করেন। পরস্পরের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমনকী, তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও তৈরি হয়। সেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও মোবাইলে বন্দি করে অভিযুক্ত যুবক। তারপর প্রায়ই যুবতীকে নিজের এলাকায় ডেকে পাঠাত বলে অভিযোগ।

    ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও নিয়ে লাগাতার ব্ল্যাকমেল করার ঘটনায় ওই যুবতী থানার দ্বারস্থ হন। ৬জুন ধৃত যুবকের বিরুদ্ধে আইটি অ্যাক্টে মামলা হয়। ভূপতিনগরের সার্কেল ইন্সপেক্টর ওই কেসের তদন্তকারী অফিসার। এরআগে অভিযুক্ত যুবককে একবার থানায় ডেকে সতর্ক করার পরও সংশোধন না হওয়ায় বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ওই যুবক গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে নিগৃহীতা যুবতী থানায় যান। থানা থেকে ধৃতকে মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় অভিযোগকারী যুবতী ক্রোধে তাকে মারধরের চেষ্টা করেন। পুলিস ওই যুবতীকে সংযত করেন। 

    ওই যুবতী বলেন, সোশ্যাল মিডিয়ায় কালীগঞ্জের ওই যুবকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। ফোনে যোগাযোগ চলত। এরপর ওই যুবকের ডাকে আমি নদীয়ায় যাই। সেখানে আমার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পর সেই ভিডিও মোবাইলে তুলে লাগাতার আমাকে ব্ল্যাকমেল করা হতো। বাধ্য হয়ে আমি থানায় এফআইআর করি। যাবতীয় নথি পুলিসের কাছে জমা করেছি। আমি ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ভূপতিনগর থানার ওসি শেখ মহম্মদ মহিউদ্দিন বলেন, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)