• ড্রেন উপছে রাস্তায় নোংরা জল, ক্ষুব্ধ ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা
    বর্তমান | ০১ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, কৃষ্ণনগর: টানা বৃষ্টির জেরে কৃষ্ণনগরের ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ড্রেন উপচে রাস্তায় নোংরা জল জমে গেছে। জলমগ্ন রাস্তা দিয়ে চলাচল করা একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে।  ড্রেনের পচা জল, দুর্গন্ধ এবং নোংরা আবর্জনার কারণে বাসিন্দাদের অসহ্যকর পরিস্থিতি। যা এলাকাবাসীর স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা বাড়িয়ে তুলেছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা।

    বিশেষ করে ১৪ নাম্বার ওয়ার্ডের বাগদি পাড়া, চুনারি পাড়া, নলুয়া পাড়া অঞ্চলে এই সমস্যা প্রকট ভাবে দেখা গেছে । নোংরা জল রাস্তায় উঠে আসায় সকাল-বিকেল স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী, ডাক্তার দেখাতে আসা  রোগী ও তাঁর পরিবারের এবং কর্মরত মানুষদের পায়ে হেঁটে যাতায়াত করতে গিয়ে পড়তে হচ্ছে চরম ভোগান্তির মুখে। 

    নলুয়া পাড়া নিবাসী তৌফিক আহমেদ  বলেন, একটু জোরে বৃষ্টি হলেই ড্রেন উপছে যায়। সেই নোংরা জল দীর্ঘ সময় ধরে রাস্তায় জমে থাকে। অনেক সময় তো জল বাড়ির মধ্যে ঢুকে যায়। বাড়ির বাইরে যাওয়াই কঠিন হয়ে পড়ে। মশা ও মাছির উপদ্রব অনেক বেড়ে গেছে। ভয়ে আছি মশা বাহিত রোগ যদি হয়ে যায়।

    বাগদি পাড়া এলাকার এক দোকানদার বুদ্ধদেব মালাকার বলেন, ড্রেন উপছে এখন প্রায় আধ হাঁটু জল। কখনও কখনও তো দোকানের সিঁড়ি পর্জন ডুবে যায়। দোকানের সামনে এত নোংরা জল টপকিয়ে কেউ দোকানে আসতে চায় না, ফলে ব্যবসা করতে পারি না। জল সরে যাওয়ার পরেও  দুর্ভোগের শেষ নেই, জায়গা পুরো পিচ্ছিল হয় এবং বাজে গন্ধ বেরোতে থাকে।

    এলাকার বেশিরভাগ স্থানীয়দের মন্তব্য, রাস্তাঘাট অনেক আগে থেকেই খারাপ ছিল, তার উপর এই ড্রেনের নোংরা জলের সমস্যায় এলাকায় বসবাস করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কাউন্সিলর এবং পুরসভা কে একাধিক বার জানানোর পরেও সমস্যার সমাধান হয়নি। প্রতিবছর এই সমস্যা থেকে দূর করার জন্য সব ড্রেনের সংস্কার ও উন্নত নিকাশি ব্যবস্থা গড়ে তুলতে হবে।

    ১৪ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর শান্তশ্রী সাহা বলেন, ড্রেন মাঝে মাঝেই পরিষ্কার করা হয়। ড্রেনে অনেক নোংরা ফেলায়  ড্রেনের মুখ আটকে  রাস্তায় জল উঠে আসছে।  কিছু কিছু জায়গায়  সমস্যা আছে, সে গুলো যত দ্রুত সমাধান করা যায়, সেটির চেষ্টা করা হবে।  এইভাবে ড্রেন উপচে রাস্তায় নোংরা জল জমে থাকা শুধু পরিবেশ দূষণের কারণ নয়, বরং এলাকাবাসীর স্বাস্থ্যের পক্ষেও মারাত্মক হুমকি। ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা প্রশাসনের থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। দীর্ঘদিনের অবহেলা আর অব্যবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষের এই ক্ষোভ যথার্থ—এখন প্রয়োজন দ্রুত ও স্থায়ী সমাধান। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)