• তরুণীর পেটে শুক্রথলি! বিরল অস্ত্রোপচারে সাফল্য
    বর্তমান | ০১ আগস্ট ২০২৫
  • অগ্নিভ ভৌমিক, কৃষ্ণনগর: তরুণীর পেটে রয়েছে শুক্রথলি! বাস্তবে মহিলা হলেও তাঁর শরীরের রয়েছে এমনই পুরুষ অঙ্গ। অর্থাৎ বাহ্যিকভাবে মহিলা হলেও জিনগতভাবে তিনি পুরুষ। যা নিয়ে ছোট থেকেই ভুগছিলেন বছর কুড়ির ওই তরুণী। যার ফলে বয়ঃসন্ধিকালে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল তাঁকে।‌ শারীরিক এই সমস্যা মানসিকভাবেও বিপর্যস্ত করছিল তাঁকে। কারণ মহিলা হলেও জন্ম থেকে সম্পূর্ণভাবে তিনি মহিলা ছিলেন না। বুধবার রাতে অস্ত্রপ্রচার করে সেই তরুণীকেই সম্পূর্ণভাবে মহিলায় রূপান্তরিত করা হল। এমনই বিরল অস্ত্রোপচার হল নদীয়া জেলা সদর হাসপাতালে। সফল অস্ত্রোপচারে খুশি হাসপাতাল কর্তৃপক্ষ। 

    নদীয়া জেলা সদর হাসপাতালের সুপার জয়ন্ত সরকার বলেন, ওই তরুণী বর্তমানে ভালো আছেন। আগামী দিনে তাঁর চিকিৎসা সংক্রান্ত যা যা প্রয়োজন পড়বে, সেইদিকে আমরা বিশেষ নজর দিচ্ছে। এই ধরনের অস্ত্রোপচার সাধারণত মেডিক্যাল কলেজে হয়ে থাকে। আমাদের জেলা হাসপাতালে এই ধরনের অস্ত্রোপচার প্রথম হল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর বাড়ি মেদিনীপুরে। গত মঙ্গলবার তরুণী নদীয়া জেলা সদর হাসপাতালে ভর্তি হন। অপারেশনের জন্য তিনজন সিনিয়র চিকিৎসক সহ মোট সাতজনের একটি টিম তৈরি করা হয়। তাতে ছিলেন ভবতোষ ভৌমিক, অনির্বাণ জানা এবং অমিত শাহ। বুধবার ওই তরুণীর অপারেশন করা হয়। বর্তমানে ওই তরুণী সুস্থ আছে বলেই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। 

    চিকিৎসকদের কথায়, ছেলেদের শরীরে থাকে এক্স-ওয়াই ক্রোমোজোম এবং মেয়েদের এক্স-এক্স ক্রোমোজোম। সাধারণত জন্মের সময়ে যৌনাঙ্গ দেখেই ছেলে কিংবা মেয়ে চেনা যায়। কিন্তু বয়ঃসন্ধিকালে ছেলে এবং মেয়ে উভয়ের শরীরেই নানা পরিবর্তন হয়। কিন্তু সেরকমই কিছু পরিবর্তন এই তরুণীর ক্ষেত্রে হয়নি। যেমন ঋতুস্রাবের মতো বিষয়গুলো লক্ষ্য করা যায় না। যার জন্য তাঁর বিভিন্ন পরীক্ষা করানো হয়। তাতে দেখা হয়, যৌনাঙ্গ এবং হরমোন ঠিকমতো আছে কি না। পরীক্ষার পর দেখা যায়, ওই তরুণীর ডিম্বাশয় এবং জরায়ু নেই। উল্টে পেটের ভিতরে রয়েছে শুক্রথলি। চিকিৎসকদের মতে, পেটের ভিতরে শুক্রথলি থাকলে ক্যান্সারের সম্ভাবনা থাকে। খুব অল্প বয়সেই তরুণী এই সমস্যা দেখা যায়। সেই মতো তার চিকিৎসা শুরু হয়। কলকাতা, ভেলোর সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও সুরাহা হয়নি। অবশেষে তরুণীর পরিবারের সদস্যরা নদীয়া জেলা সদর হাসপাতালের চিকিৎসক ভবতোষ ভৌমিকের সঙ্গে যোগাযোগ করেন। তিনিই পরিবারের লোকজনকে অপারেশনের জন্য ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করতে বলেন। বুধবার অপারেশনের মাধ্যমে তরুণীর সেই শুক্রথলি বাদ দেওয়া হয়। 

    চিকিৎসক ভবতোষ ভৌমিক জানান, শুক্রথলি অপারেশন করে বাদ দেওয়া হয়েছে। ওই তরুণীর জরায়ু ও ডিম্বাশয় না থাকার কারণে যৌনাঙ্গ ছিল সরু ও ছোট। এবার তাঁর যৌনাঙ্গ কৃত্রিমভাবে পুনর্গঠন করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)