বসছে হাইমাস্ট, গ্রামে গ্রামে তৈরি হচ্ছে পাকা রাস্তা, কমিউনিটি হল
বর্তমান | ০১ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পাঁচগাছিয়া থেকে পুচড়া, পানুরিয়া গ্রামের রাস্তাও হাইমাস্ট আলোয় সেজে উঠেছে। একসময় গ্রামের যে হাটবাজার অন্ধকারাচ্ছন্ন ছিল, এখন তা রাতে আলোয় ঝলমল করে। বারাবনি পঞ্চায়েত সমিতি এলাকায় ২০টি হাইমাস্ট বাতিস্তম্ভ বসানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটির জন্য দেড়লক্ষ টাকা খরচ হচ্ছে। এখনও অবধি নয়টি বাতিস্তম্ভ বসানো হয়েছে। বাকি ১১টি পুজোর আগেই বসাতে চায় পঞ্চায়েত সমিতি। যাতে পুজোর আগেই বিভিন্ন গ্রামের গুরুত্বপূর্ণ মোড় সেজে ওঠে। আলো বসানোয় সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরাও খুশি। চুরি-ছিনতাইয়ের আশঙ্কা কমেছে। রাত পর্যন্ত দোকানে কেনাকাটা চলছে।
বারাবনি পঞ্চায়েত সমিতি একাধিক কমিউনিটি হলও তৈরি করেছে। জামগ্রামে ৪০ লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি হল সংস্কার হয়েছে। ফলে ওই এলাকায় বিভিন্ন অনুষ্ঠান আয়োজন সম্ভব হচ্ছে। জামগ্রামের কাটাপাহাড়িতে ৫৭লক্ষ টাকা ব্যয়ে একটি নতুন কমিউনিটি হল গড়ে তোলা হচ্ছে। নুনি পঞ্চায়েতের আগরডিহিতে সাড়ে ১৪লক্ষ টাকায় কমিউনিটি হল হয়েছে। পুচড়া পঞ্চায়েতের কেলেজোড়াতেও প্রায় একই পরিমাণ টাকায় একটি কমিউনিটি হল তৈরির প্রস্তাব গৃহীত হয়েছে।
নুনি পঞ্চায়েতের লালগঞ্জ মুসলিমপাড়ায় কমিউনিটি হল গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চায়েত সমিতির কর্তাদের দাবি, শিল্পাঞ্চলে বিয়েবাড়ির অনুষ্ঠান এখন বর্ণাঢ্য হয়ে উঠেছে। বিয়েবাড়ির প্যান্ডেল এখন পুজো মণ্ডপকেও টেক্কা দেয়। কিন্তু এলাকার গরিব মানুষের শখ থাকলেও জাঁকজমকের সঙ্গে বিয়ে আয়োজনের সামর্থ্য থাকে না। তাঁদের কথা বিবেচনা করেই বিভিন্ন পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠান ভবন হচ্ছে। সেইসঙ্গে বারাবনি ব্লকে রাস্তার উন্নয়নেরও জোর দেওয়া হয়েছে। পানুরিয়ার বাঁশপাহাড়ি থেকে রায়পাড়া, ইটাপাড়া পঞ্চায়েতের খয়রাবাদ কালীমন্দির থেকে কেসারডি, দোমাহানি পঞ্চায়েতের মোলডাঙা থেকে দোমাহানি মূল সড়ক পর্যন্ত রাস্তা তৈরি হয়েছে। ১০লক্ষ টাকার বেশি ব্যয়ে প্রতিটি রাস্তা নির্মাণ করা হয়েছে। বারাবনি ব্লকে একাধিক কোলিয়ারি রয়েছে। ইসিএলের সিএসআর ফান্ডে লক্ষ লক্ষ টাকার কাজ করানো হচ্ছে। তবে কিছু সমস্যা নিয়ে এলাকার মানুষের অসন্তোষ রয়েছে। বারাবনি ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে পানীয় জলের সংযোগ দেওয়ার জন্য রাস্তা কেটে দেওয়া হয়েছিল। সেই সমস্ত রাস্তা ফের ঢালাই না হওয়ায় ক্ষোভ রয়েছে। বারাবনি ও ইটাপাড়ায় এখনও পানীয় জলের সমস্যা আছে।
বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং বলেন, মানুষের উন্নয়নে আমরা কাজ করেছি। জলের পাইপ বসানোর জন্য কিছু ঢালাই রাস্তা কাটায় কিছুটা সমস্যা রয়েছে। সেই সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে।-নিজস্ব চিত্র