• বর্ধমানে মেডিক্যাল কলেজের সামনের রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নিল পুরসভা
    বর্তমান | ০১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: অবশেষে টনক নড়লো বর্ধমান পুরসভার। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গোলাপবাগ যাওয়ার রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ আধিকারিকরা ওই এলাকা পরিদর্শনে যান। চেয়ারম্যান বলেন, আজ, শুক্রবার থেকেই মেডিক্যাল কলেজের সামনের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে যাবে। আমরা বৃষ্টি বন্ধ হওয়ার অপেক্ষায় ছিলাম। কিন্তু, দেড় মাস ধরে সমানে বৃষ্টি চলছে। রাস্তা খারাপ হয়ে যাওয়ায় শহরের বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। মেডিক্যাল কলেজের সামনের রাস্তা বেহাল থাকায় রোগীরাও সমস্যায় পড়েছেন। সেই কারণে আর অপেক্ষা না করে সংস্কারের কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের রাস্তা সংস্কারের জন্য আ঩গেই ১৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

    শহরের বাসিন্দারা বলেন, শহরের অন্যান্য রাস্তাগুলিও দ্রুত সংস্কার করা উচিত। বেহাল রাস্তার জন্য হমেশাই দুর্ঘটনা ঘটছে। টোটো, বাইক উল্টে যাচ্ছে। রাস্তা সংস্কারের দাবিতে বুধবার কংগ্রেস বিক্ষোভ দেখায়। তারা বেহাল রাস্তায় মাছ ছেড়ে দেয়। কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, শহরের রাস্তা এখন ডোবায় পরিণত হয়েছে। শুধু ওই রাস্তা নয়, অন্যান্য এলাকাগুলিতেও সংস্কারের কাজ শুরু করতে হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, অম্রুত প্রকল্পের কাজ করতে গিয়ে রাস্তার দফারফা হয়ে যায়। পাইপ বসাতে গিয়ে একই রাস্তা একাধিকবার খনন করা হয়। তারপর আর সংস্কার করা হয়নি। বৃষ্টি হওয়ায় রাস্তা চলাচলের অযোগ্য হয়ে ওঠে। তাছাড়া এবার ভারী বৃষ্টিপাতের জন্য রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। জুন এবং জুলাই মাসে এবছর অনেক বেশি বৃষ্টি হয়েছে। শহরের পাশাপাশি জেলার গ্রামীণ এলাকার রাস্তাগুলিও চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। খণ্ডঘোষ, রায়না, ভাতার, জামালপুর সহ প্রায় সমস্ত এলাকার বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন। বর্ধমান শহরের রাস্তা অবশ্য প্রায় দেড় বছর ধরে বেহাল হয়ে রয়েছে।পুরসভার চেয়ারম্যান বলেন, সব রাস্তায় এবার সংস্কার করা হবে। শহরের কিছু এলাকার বাসিন্দারা দুর্ভোগের মধ্যে রয়েছেন, এটা আমরা স্বীকার করছি। তবে আর বেশিদিন সমস্যা থাকবে না। শুক্রবার থেকেই দ্রুত গতিতে সংস্কারের কাজ শুরু হয়ে যাবে। যে ঠিকাদার সংস্থা কাজ করবে, তাদের নিয়ম মানতে হবে। কাজের গুণমান খারাপ হলে ঠিকাদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। রাস্তা সংস্কারের কাজ চলার সময় আধিকারিকরা নিয়মিত কাজ পরিদর্শন করবেন। 

     পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারের উপস্থিতিতে শুরু হল রাস্তা সংস্কারের কাজ।
  • Link to this news (বর্তমান)