• মাস কেটে গেলেও বোট লাইসেন্স মেলেনি, বিক্ষোভে মৎস্যজীবীরা
    বর্তমান | ০১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: প্রায় এক মাস অতিক্রান্ত। এখনও বোট লাইসেন্স সার্টিফিকেট প্রদান শুরু হল না। এর ফলে খুবই সমস্যায় পড়েছেন ক্যানিং মহকুমার মৎস্যজীবীরা। তাঁরা নদীতে মাছ ধরতে যেতে পারছেন না। প্রতিবাদে বৃহস্পতিবার দিনভর সুন্দরবন টাইগার রিজার্ভের (এসটিআর) অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন তাঁরা।

    মৎস্যজীবীদের দাবি, দ্রুত লাইসেন্স ইস্যু করতে হবে। তা না হলে বড় আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা। ক্যানিং মহকুমা সুন্দরবন মৎস্যজীবী রক্ষা কমিটির সম্পাদক শম্ভু সাহা বলেন, বনমন্ত্রীর সঙ্গে বৈঠক হল। তারপর তিন সপ্তাহ পার। কোনও নির্দেশ আসেনি। ফলে সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরা। এবার তাঁরা যদি বিনা লাইসেন্সে মাছ ধরতে চলে যান, তার দায় কিন্তু কেউ নেবেন না।

    এদিনের কর্মসূচির মধ্যেই আন্দোলনকারীদের এক প্রতিনিধি দল টাইগার রিজার্ভের কর্তাদের কাছে স্মারকলিপি জমা দেয়। পরে এসটিআরের ফিল্ড ডিরেক্টর রাজেন্দ্র জাখর বলেন, আমরা মৎস্যজীবীদের দাবিদাওয়া শুনেছি। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাব। আশা করি সাতদিনের মধ্যে সমস্যার সমাধান হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)