• গ্রন্থাগারিকই নেই, দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে শ্যামনগরের সূর্য সেন স্মৃতি গ্রন্থাগার
    বর্তমান | ০১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ১৯৮৫ সালে ঘটা করেই যাত্রা শুরু করেছিল ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের শ্যামনগরে অবস্থিত সূর্য সেন স্মৃতি গ্রন্থাগার। প্রথম দিকে ভালোই চলছিল গ্রন্থাগারটি। সেখান থেকে বই নিয়ে পড়াশোনা করতেন অনেকেই। এলাকার ছাত্রছাত্রীরাও ওই গ্রন্থাগারে নিয়মিত যাতায়াত করতেন। কিন্তু ১২-১৩ বছর হল গ্রন্থগারিক অবসর হওয়ার পর আর কাউকে সেখানে নিয়োগ করা হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারের উদাসীনতায় দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে গ্রন্থাগার। এখানে রয়েছে অনেক দুষ্প্রাপ্য বই। কিন্তু বহু মূল্যবান সেইসব বই পড়ে পড়ে নষ্ট হতে বসেছে। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

    স্থানীয় বাসিন্দা প্রণব মণ্ডল জানান, ২০১২ সালের শেষের দিকে অবসর নেন লাইব্রেরিয়ান। নতুন করে আর লাইব্রেরিয়ান নিয়োগ করা হয়নি। আগে তাও মাঝে মধ্যে অন্য কোনও এলাকার কোনও চতুর্থ শ্রেণীর কর্মচারী এসে এই গ্রন্থাগার খুলতেন। কিন্তু পরবর্তীতে তাও বন্ধ। স্থানীয় কাউন্সিলার তথা ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান পরিষদের সদস্য অরুণ ব্রহ্ম বলেন, এটা ঠিকই যে গ্রন্থাগারটি এলাকার মানুষের জন্য খুবই প্রয়োজনীয় ছিল। বহু মানুষ এখান থেকে বই নিয়ে পড়াশোনা করত। গ্রন্থগারিক না থাকার জন্য তা বন্ধ। এনিয়ে বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যামকে জানিয়েছি। গ্রন্থাগারটি চালুর ব্যাপারে তাঁরা উদ্যোগও নিচ্ছেন। এমনকী গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকেও বিষয়টি জানানো হয়েছে। আশা করছি এ ব্যাপারে খুব শীঘ্রই একটি সিদ্ধান্ত হবে।
  • Link to this news (বর্তমান)