স্ত্রীকে ফিরতে বলায় প্রেমিকের হাতে আক্রান্ত স্বামী
বর্তমান | ০১ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বয়ফ্রেন্ডের সঙ্গে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন স্ত্রী। পাঁচ মাস পর তাঁর সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল স্বামীর। সেখানে বাড়ি ফেরার অনুরোধ জানাতে গিয়ে স্ত্রীর বয়ফ্রেন্ডের হাতে আক্রান্ত হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে বুধবার ইকোপার্ক থানার যাত্রাগাছি এলাকায়। আক্রান্ত স্বামী এ ব্যাপারে ইকোপার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে পুলিস অভিযুক্ত বয়ফ্রেন্ডকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, অভিযুক্তের নাম দীপঙ্কর ঢালি। পুলিস সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুবকের বাড়ি বাগুইআটির জগৎপুর এলাকায়। তাঁর অভিযোগ, পাঁচ মাস আগে তাঁর স্ত্রী দীপঙ্করের সঙ্গে চলে যান। বুধবার দুপুরে যাত্রাগাছি ব্রিজের উপর তিনি দেখেন, তাঁর স্ত্রী দীপঙ্করের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। তখন তিনি স্ত্রীকে বাড়ি ফেরার অনুরোধ করেন। অভিযোগ, তখন দীপঙ্কর তাঁকে মারধর করেন। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি। প্রথমে স্থানীয় হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসা করান। পরে অভিযোগ দায়ের করেন। পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।