• ১৩টি বাজারে ফায়ার অডিট সম্পন্ন, রিপোর্ট দেখে অগ্নি-সুরক্ষায় পদক্ষেপ নেবে পুর-কর্তৃপক্ষ
    বর্তমান | ০১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খিদিরপুর অরফ্যানগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের পরেই শহরের বিভিন্ন পুর-মাকের্টের ফায়ার অডিটের সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। শহরের ৫৩টি পুর বাজারের উন্নয়ন এবং অগ্নি নির্বাপণের আধুনিক পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করেছে পুরসভা। তার জন্যই দমকলকে বিভিন্ন বাজারের ‘ফায়ার অডিট’ করতে বলেছেন মেয়র ফিরহাদ হাকিম। বাজারগুলিতে দমকল এবং পুরসভার আধিকারিকরা পরিদর্শন শুরু করেছেন। ইতিমধ্যে ১৩টি বাজারে সার্ভে শেষ হয়েছে। শীঘ্রই পুরসভাকে এই সংক্রান্ত রিপোর্ট দেবে দমকল।

    সূত্রের খবর, আপাতত কলেজ স্ট্রিট, বাঁশদ্রোণী, লেক রোড, নিউ আলিপুর, পার্ক সার্কাস, গড়িয়াহাট, বকুলতলা সহ ১৩টি মার্কেটে সমীক্ষা হয়েছে। গত ৭ জুলাই থেকে ২২ জুলাইয়ের মধ্যে পুর-আধিকারিকদের সঙ্গে নিয়ে এই সব বাজারের অগ্নি-নির্বাপণ পরিকাঠামোর হাল খতিয়ে দেখেছে দমকল। কোথায় কোথায় নতুন কী কী তৈরি করতে হবে, সেগুলিও সরেজমিনে পর্যালোচনা হয়েছে। 

    বাজারে বা রাস্তার ধারে কোথায় জলের উৎস তৈরি করা হয়েছিল, সেগুলি এখনও কতটা সক্রিয়—এসবই খতিয়ে দেখা হচ্ছে। মেয়র বলেন, ‘কলকাতার অনেক বাজার নিয়েই চিন্তার কারণ রয়েছে। শহরের মধ্যে একাধিক বাজার অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে। পুরনো বেশ কিছু বাজারের ভিতরের রাস্তা সংকীর্ণ। দমকলকে তাই সবক’টি বাজারের ফায়ার অডিট করতে বলা হয়েছে। আগুন লাগলে কোন দিক দিয়ে ঢুকবে দমকলের গাড়ি, আপৎকালীন পরিস্থিতিতে আটকে পড়া লোকজনকে কীভাবে উদ্ধার সম্ভব, এসবই খতিয়ে দেখা হচ্ছে। দমকল থেকে যে নির্দেশ আসবে, পুরসভা সেই মতো কাজ করবে। কোথায় স্থায়ী পাম্পিং 

    স্টেশন তৈরি করতে হবে, কোথায় ডিপ টিউবওয়েল, কোথায় রিজার্ভার, এসব তারাই খতিয়ে দেখবে।’  পুরসভার এক আধিকারিক বলেন, ‘আপাতত এই ১৩টি বাজার নিয়ে দমকলের 

    রিপোর্টের অপেক্ষায় রয়েছি আমরা। তাদের প্রস্তাব মতো পুরসভার বাজারগুলিতে অগ্নি সুরক্ষার কাজ হবে। সেখানে নিয়মিত ফায়ারের মক ড্রিল আয়োজন করতে বলেছেন মেয়র।’ এর ফলে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ‘আপ টু ডেট’ থাকবে বলে মনে করছে কর্তৃপক্ষ।  চলছে সমীক্ষা। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)