• নারকেলডাঙায় বিজেপি কর্মী খুনের মামলা, প্রাক্তন পুলিস কর্তা সহ ৩ অভিযুক্তের ১২ আগস্ট পর্যন্ত ফের জেল হেফাজত
    বর্তমান | ০১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারকেলডাঙায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় কলকাতা পুলিসের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কমিশনার শুভজিৎ সেন সহ তিন অভিযুক্তকে ফের ১২ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। বাকি দুই অভিযুক্ত হলেন কলকাতা পুলিসের ইনসপেক্টর রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথ। বৃহস্পতিবার কলকাতার বিচারভবনের বিশেষ আদালতের বিচারক রোহন সিনহা এই আদেশ দিয়েছেন।

    অন্যদিকে, এই মামলায় অভিযুক্ত দুই ভাই সঞ্জয় ও সমীর সামন্ত আদালতে জামিনের আর্জি জানান। বর্তমানে তারা জেলবন্দি। ধৃতদের আইনজীবী বলেন, এক অভিযুক্তের স্ত্রী অসুস্থ। তাই যে কোনও শর্তে তাকে জামিন দেওয়া হোক। বিচারক বলেন, এখানে সহানুভূতির কিছু নেই। মনে রাখবেন, যাদের বাড়ির ছেলে মারা গিয়েছেন, তাঁদের পরিস্থিতি ও মানসিক অবস্থার কথাও একবার ভাবুন। সিবিআইয়ের আইনজীবীও জামিনের আর্জির বিরোধিতা করেন। তিনি বলেন, অভিযুক্তরা জামিন পাওয়ার পর চম্পট দিতে পারে। সেক্ষেত্রে মামলা ক্ষতিগ্রস্ত হতে পারে। উভয়পক্ষের বক্তব্য শোনার পর বিচারক ওই জামিনের আবেদন নাকচ করে দেন। অন্যদিকে, এই মামলায় আরেক অভিযুক্ত সুজাতা দে’র তরফেও জামিনের আবেদন জানানো হয়। তাঁর কৌঁসুলি সপ্তর্ষি ঘোষ বলেন, বিচারক আগামী ৬ আগস্ট ওই আবেদনের উপর শুনানি করবেন। এদিন আদালত চত্বরে দাঁড়িয়ে মৃত অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার বলেন, ‘আমাদের আদালতের প্রতি ভরসা আছে। ন্যায় বিচারের আশায় আমরা শেষদিন পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব।’
  • Link to this news (বর্তমান)