জেল খেটে বেরিয়ে ফের অস্ত্র নিয়ে তোলাবাজি, ধৃত ২
বর্তমান | ০১ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাস তিনেক আগেই শ্রীঘরে স্থান হয়েছিল তোলাবাজি, মারধরের অভিযোগে। জামিন পেয়ে বেরিয়ে ‘প্রোমোশন’। এবার আগ্নেয়াস্ত্র সহ তোলাবাজির অভিযোগে কুখ্যাত দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কলকাতা পুলিস। ধৃতদের নাম অমিত সিং ওরফে চ্যাপ্টা (৩০) এবং অরুণ দাস (৪৬)। বুধবার রাতে উত্তর বন্দর থানা এলাকার আর্মেনিয়ান ঘাট থেকে অভিযুক্তদের পাকড়াও করা হয়। অমিতের থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার এবং দু’টি কার্তুজ। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিস। লালবাজার সূত্রে খবর, হাওড়া ব্রিজ সংলগ্ন রবীন্দ্র সরণির বাসিন্দা অভিযুক্ত। এলাকায় একাধিক জায়গায় তোলবাজির অভিযোগ রয়েছে ধৃতদের নামে। একাধিকবার গ্রেপ্তারও হয়েছে তারা।
Link to this news (বর্তমান)