• চাকরির টোপ দিয়ে প্রতারণা, ধৃত ১
    বর্তমান | ০১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। ধৃতের নাম শশাঙ্ক সাহা। তাঁর বাড়ি বারাসত শহরের সাত নম্বর ওয়ার্ডের ডিপ টিউবয়েল এলাকায়। গাইঘাটা থানার ঠাকুরনগরের শিমুলপুরের বাসিন্দা ধীমান গাঁয়েন ও দেবু কীর্তনীয়াকে বিদেশে চাকরি দেওয়ার নাম করে গত বছর পাঁচ লক্ষ টাকা নেন শশাঙ্ক সাহা। তাঁর কথা মতো ফেব্রুয়ারি মাসে তাঁরা মুম্বইয়ে যান বিমান ধরে দুবাইয়ে যেতে। কিন্তু সেখানে পৌঁছে তাঁরা জানতে পারেন, বিদেশে যাওয়ার ফ্লাইটের টিকিটই করা হয়নি। বেশ কিছুদিন টালবাহানার পর দুই যুবক বুঝতে পারেন, তাঁরা প্রতারিত হয়েছেন। তখন তাঁরা টাকা ফেরত চান শশাঙ্কর কাছে। কিন্তু টাকা মেলেনি। পরে গাইঘাটার এক তৃণমূল নেতার মাধ্যমে ধীমানরা যোগাযোগ করেন বারাসত পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা সিআইসি অরুণ ভৌমিকের সঙ্গে। বুধবার রাতে অরুণ এলাকায় গিয়ে প্রতারক শশাঙ্কর হদিশ পান। পরে শশাঙ্ককে পুলিসের হাতে তুলে দেন অরুণ।
  • Link to this news (বর্তমান)