নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহরে পুরনো বিপজ্জনক বাড়ি ভেঙে বিপত্তি। বৃহস্পতিবার সকালে রিজেন্ট পার্ক থানা এলাকায় একটি বাড়ির একাংশ ভেঙে পড়েছে। সেখানে বসবাস করতেন বেশ কয়েকজন। তাঁরা আপাতত ঘরছাড়া। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস, ৯৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার। তাঁরা ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। টানা বৃষ্টিতে বাড়ি ভেঙে পড়ায় মাথায় হাত সেখানকার বেশ কয়েকজন বাসিন্দার।
জানা গিয়েছে, এদিন টালিগঞ্জে দাসানি স্টুডিওর পাশে ব্রিটিশ আমলের একটি শতাব্দী প্রাচীন বিল্ডিংয়ের সামনের অংশ ভেঙে পড়ে। ওই বাড়িতে কয়েকজন মানুষ থাকতেন। তবে, এই ঘটনায় কেউ হতাহত
হননি। শহরে একটানা বর্ষণের জেরে বাড়িটির একাংশ ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসিন্দারা। এদিন ঘটনার পর তাঁরা ঝুঁকি নিয়েই আসবাবপত্র, বাসন ইত্যাদি ঘরের বাইরে বের করে আনেন। ওই বাড়ির বাসিন্দা পূর্ণিমা দাস বলেন, ৫০ বছর ধরে আমরা এখানে থাকি। পুরসভা নোটিস দিয়েছিল। আমাদের সরেও যেতে বলেছিল। কিন্তু, আমরা
কোথায় যাব! তাই এই বিপজ্জনক বাড়ি ছেড়ে যাইনি। মন্ত্রী বলেছেন, থাকার ব্যবস্থা করে দেবেন। এদিন ঘটনার পর ঘটনাস্থলে আসে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ডেমোলিশন টিম। তারা বাড়িটি ভাঙার কাজ শুরু করেছে। আপাতত বাড়ির বাইরের জমিতে বাসিন্দারা অস্থায়ী ঘর বানিয়ে থাকবেন। এদিকে, এদিন জোড়াসাঁকো থানা এলাকার বালক দত্ত লেনে এদিন রাতে একটি বিপজ্জনক বাড়ি ভেঙে পড়েছে। হতাহতের কোনও খবর নেই।