• জল জমার দোসর খন্দ-পথ, ইএম বাইপাসে যানজটে নাজেহাল জনতা
    বর্তমান | ০১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার জুলাই মাসে কলকাতা শহরে রেকর্ড বৃষ্টিপাত, জলজমার জেরে কার্যত গোটা বাইপাসে খানাখন্দে ভরে গিয়েছে।  এরজেরে বৃহস্পতিবার অফিস টাইমে যানজটে নাকাল হলেন নিত্যযাত্রীরা। এদিন দিনের শুরুতে সকাল ১০টা থেকে প্রায় ৩০-৩৫মিনিটের জন্য  মা ফ্লাইওভারে যান চলাচল পুরো বন্ধ ছিল। রাজ্য সফর শেষ করে রাষ্ট্রপতি   মা ফ্লাইওভার হয়ে কলকাতা বিমান বন্দরে ফেরেন।  যার জেরে সকালেই তীব্র যানজট হয় বাইপাসের ভিআইপি বাজার, মেট্রোপলিটান, চিংড়িঘাটা  পার্ক সর্কাস  কানেকক্টর এলাকায়।   

     বাইপাসের আম্বেদকার ব্রিজে ওঠার মুখে  পি সি চন্দ্র গার্ডেনের সামনে রাস্তার অবস্থা হাল খুব খারাপ। বাইপাসের এই অংশে একটানা বৃষ্টিতে জল জমে রাস্তায় একাধিক গর্ত তৈরি হয়েছে। ফলে স্বাভাবিকভাবে যানবাহনের গতি এখানে  শ্লথ হয়ে গিয়েছে।  একই অবস্থা মেট্রো পলিটানের কাছে ময়লা খালের সামনে। ফলে এরজেরে বাইপাসের আম্বেদকার ব্রিজ থেকে চিংড়িঘাটা—অংশে যানবাহন যেন  এদিন শম্বুক গতিতে চলেছে। আবার এদিন বিকালে মোহনবাগানের খেলা ছিল সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে। ফলে বাইপাস হয়ে প্রচুর ম্যাটাডোর, অটো, বাস, বাইকে চেপে দলে দলে সমর্থকরা সল্টলেক স্টেডিয়ামে আসেন।  যার জেরে বাইপাসের  বিল্ডিং মোড়, স্টেডিয়াম, চিংড়িঘাটা এলাকায় তীব্র যানজট হয়। একটা সময় পরস্থিতি এতটাই খারাপ হয়  যানজট এক্সাইড ছুঁয়ে যায়! 
  • Link to this news (বর্তমান)