• ‘নো ওয়ার্ক, নো পে’র নোটিস নিয়ে শ্রমিক অসন্তোষ হলদিয়ায়
    এই সময় | ০১ আগস্ট ২০২৫
  • এই সময়, হলদিয়া: হলদিয়া বন্দরের একটি বেসরকারি সংস্থায় শ্রমিকদের উদ্দেশে ‘নো ওয়ার্ক, নো পে’ নোটিস দিয়েছিল। এই নোটিস আসতেই সংস্থার শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। বৃহস্পতিবারই সকালে আন্দোলন নামেন তাঁরা। পরে চাপে বিকেলেই সেই নোটিস প্রত্যাহার করতে বাধ্য হল ওই সংস্থা। তারা জানিয়েছে, আগামী সাত দিনের মধ্যে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বেসরকারি সংস্থায় প্রায় ৫৫০ জন শ্রমিক রয়েছেন। বৃহস্পতিবার সকালে একটি নোটিস টাঙান কর্তৃপক্ষ। যেখানে বলা হয়, ১ অগস্ট, শুক্রবার থেকে সংস্থার প্রয়োজনে শ্রমিকদের ডাকা হবে। শুধুমাত্র তখনই তাঁরা মজুরি পাবেন। কোনও কাজ না থাকলে শ্রমিকদের ডাকা হবে না। ফলে মজুরিও দেওয়া হবে না। এই নোটিস নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয় শ্রমিকদের মধ্যে।

    কাজ বন্ধ রেখে তাঁরা সংস্থার দপ্তরে মিছিল করেন। তাঁরা জানতে চান, এই নোটিসের পেছনে সরকারি অনুমোদন বা নথিপত্র রয়েছে কি না। শ্রমিকদের দাবি, সংস্থা তাঁদের কোনও প্রমাণপত্র দেখাতে পারেনি। ফলে বিকেলে সংস্থা নোটিস প্রত্যাহার করতে বাধ্য হয়।

    তমলুক সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির কোর কমিটির সদস্য প্রদীপ দে বলেন, ‘সংস্থার তরফে নোটিস দেওয়া হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করা হয়েছে। সংস্থা ৭ দিনের সময় চেয়েছে। ওই সময়ের মধ্যে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’ যদিও তৃণমূল শ্রমিক সংগঠনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ কুমার বিজলি। তাঁর পাল্টা অভিযোগ, ‘তৃণমূলের শ্রমিক ‘দরদি’ হওয়ার নামে আসলে নাটক করছে।’ শ্রমিকদের দাবি, তাঁদের বেতন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত কলকাতার রিজিওনাল লেবার কমিশনারের দফতর নির্ধারিত করে। ফলে সংস্থার একতরফা এমন সিদ্ধান্ত আইনি বৈধতা রাখে না।

  • Link to this news (এই সময়)