• আজ থেকে টানা ৬ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
    আজ তক | ০১ আগস্ট ২০২৫
  • কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্য দিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। গত কয়েক দিন ধরেই বৃষ্টি চলছে বাংলায়। গতকাল দিনভর বৃষ্টি হয়েছে। আজও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। 

    বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

    হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৬ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 

    উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

    আজ থেকে ৬ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। 

    ভারী বৃষ্টির পূর্বাভাস

    হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে ৬ অগাস্ট পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ৬ অগাস্ট পর্যন্ত আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বর্ষণ হতে পারে। দুই দিনাজপুরের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

    অন্য দিকে, দক্ষিণবঙ্গে আজ পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    কলকাতায় কত তাপমাত্রা? 

    হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯ শতাংশ এবং ন্যূনতম ৯৫ শতাংশ।

    কেমন থাকবে আবহাওয়া?

    আবহাওয়া দফতর জানিয়েছে,  গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না। 
  • Link to this news (আজ তক)