• ভারী বৃষ্টির জেরে গন্ধেশ্বরীর জলে ডুবল মানকানালি সেতু, পারাপার বন্ধ হওয়ায় দুর্ভোগ ৩০ গ্রামের
    আনন্দবাজার | ০১ আগস্ট ২০২৫
  • একটানা ভারী বৃষ্টিতে আবার গন্ধেশ্বরী নদীর জলে ডুবল বাঁকুড়া ২ নম্বর ব্লকের মানকানালি সেতু। বুধবার রাত থেকেই ওই সেতুর উপর প্রায় পাঁচ ফুট উচ্চতায় বইতে শুরু করেছে গন্ধেশ্বরীর জল। এর ফলে সেতু দিয়ে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। বিপাকে পড়েছেন স্থানীয় প্রায় ৩০টি গ্রামের মানুষজন।

    হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় বাঁকুড়া জেলায় বৃষ্টি হয়েছে মোট ৭২ মিলিমিটার। বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পেয়েছে বাঁকুড়া জেলার উপর দিয়ে বয়ে যাওয়া গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর-সহ কয়েকটি নদীতে। বিপদসীমার উপর দিয়ে বইছে গন্ধেশ্বরীর জলস্তর। বুধবার রাত থেকেই নদীর জল দুকূল ছাপিয়ে বইতে শুরু করে। সেতুর উপর দিয়ে প্রবল বেগে নদীর জল বইতে থাকায় তা দিয়ে পারাপার সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ওই রুটে একাধিক বাস যাতায়াত করে। সেতু ডুবে যাওয়ায় সেই বাসগুলির চলাচলও বন্ধ হয়ে গিয়েছে। ফলে বাঁকুড়া সদর শহরের সঙ্গে মানকানালি, উখড়াডিহি-সহ বাঁকুড়া ২ নম্বর ব্লকের কমপক্ষে ৩০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

    সমস্যায় পড়েছে স্কুল-কলেজের পড়ুয়া থেকে নিত্যযাত্রীরা। স্থানীয়দের দাবি, চলতি বছর দফায় দফায় ভারী বৃষ্টিতে এই সেতু একাধিক বার এ ভাবেই জলমগ্ন হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তাঁদের অভিযোগ, নেতা-মন্ত্রী, সরকারি আমলা উঁচু সেতু নির্মাণের আশ্বাস দিলেও কাজ হয়নি।
  • Link to this news (আনন্দবাজার)