১০০ দিনের কাজের প্রকল্পে বন্ধ থাকা বরাদ্দ চালু করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই আদেশ অনুযায়ী, আজ, শুক্রবার (১ অগস্ট) থেকে বরাদ্দ চালু হওয়ার কথা। কিন্তু বৃহস্পতিবার রাত পর্যন্ত এ ব্যাপারে অন্ধকারে রয়েছে নবান্ন। এখনও নীরব কেন্দ্রের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রকও।
দুর্নীতির অভিযোগে ২০২২ সালের মার্চ থেকে এই প্রকল্পের বরাদ্দ বন্ধ করেছে কেন্দ্র। তার পরে অনেকগুলি কেন্দ্রীয় দল পাঠানো হয়েছিল রাজ্যে। রাজ্যের দাবি, সব ক্ষেত্রেই কেন্দ্রীয় দল এবং কেন্দ্রের সুপারিশ মেনে পদক্ষেপ করা হয়েছে। এমনকি, লিখিত ভাবে আশ্বাস দেওয়া হয়েছে, গরমিল আর হবে না। তবে কেন্দ্রের বক্তব্য ছিল, যে সব ভুয়ো জব কার্ডধারীর হাতে টাকা পৌঁছেছিল, তা উদ্ধার করতে হবে। করতে হবে এফআইআর-ও। কিন্তু সেই কাজ তেমন এগোয়নি বলেই জানাচ্ছেন আধিকারিকদের একাংশ। বন্ধই রয়েছে বরাদ্দ। তবে আগের দুর্নীতির প্রশ্নে এখনও বরাদ্দ আটকে রাখা অযৌক্তিক বলে মনে করে আদালত। ১ অগস্ট থেকে বরাদ্দ চালুর নির্দেশ দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক অভ্যন্তরীণ বৈঠক করে বলে জানতে পেরেছে রাজ্য পঞ্চায়েত দফতর। তাদের অনুমান ছিল, বরাদ্দ প্রাপ্তি নিয়ে নিশ্চয় কিছু বার্তা পাওয়া যাবে। কিন্তু রাত পর্যন্ত নবান্নের কাছে কেন্দ্রের কোনও ইতিবাচক বার্তা এসে পৌঁছয়নি বলেই সরকারি সূত্রের দাবি। মুখ খোলেনি কেন্দ্রের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকও। তবে কি এ নিয়ে আদালত অবমাননার মামলা হবে? এ ব্যাপারে নিশ্চিত কোনও উত্তর পাওয়া না গেলেও, প্রশাসনের অন্দরের খবর, শুক্রবারের পরিস্থিতি খতিয়ে দেখে হয়তো কোনও সিদ্ধান্ত হতে পারে। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “এখনও পর্যন্ত কোনও বার্তা আমাদের কাছে আসেনি। শুনেছি, পঞ্চায়েত মন্ত্রকের কোনও অভ্যন্তরীণ বৈঠক রয়েছে। শুক্রবার কী হয়, দেখে পদক্ষেপ করা হবে।”