• জুলাইয়ে স্বাভাবিকের থেকে ৭৩ শতাংশ বেশি বৃষ্টি কলকাতায়, গত ১০ বছরে এই নিয়ে দ্বিতীয় বার
    আনন্দবাজার | ০১ আগস্ট ২০২৫
  • গত কয়েক সপ্তাহ ধরে প্রায় টানা বৃষ্টি চলেছে শহরে। কখনও আধ বেলা, কখনও বা হয়তো একটা গোটা দিন বিরাম দিয়েছে বৃষ্টি। তবে তার বেশি নয়। বর্ষার পাশাপাশি চলেছে নিম্নচাপ, নিম্নচাপ অঞ্চল, ঘূর্ণাবর্তের বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় জুলাই মাসে স্বাভাবিকের থেকে ৭৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। গোটা মাস জুড়ে শহরে বৃষ্টি হয়েছে ৬৬৯ মিলিমিটার। ২০১৫ সালের পর এত বৃষ্টি এই নিয়ে দ্বিতীয় বার হল কলকাতায়।

    হাওয়া অফিস বলছে, জুলাই মাসে স্বাভাবিক ভাবে ৩৮৭.৪ মিমি বৃষ্টি হয় কলকাতায়। চলতি বছর তার চেয়ে ৭৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। আবহবিদেরা জানাচ্ছেন, কলকাতায় বেশির বৃষ্টির অন্যতম কারণ হল শক্তিশালী মৌসুমি অক্ষরেখা। গত এক মাস ধরে কলকাতা বা তার আশপাশের জেলার উপর দিয়ে গিয়েছে এই অক্ষরেখা, যার প্রভাবে সাগর থেকে ছুটে এসেছে জলীয় বাষ্প। তার পরে বৃষ্টি হয়েছে নাগাড়ে।

    এই মৌসুমি অক্ষরেখা ছাড়াও শহরে বেশি বৃষ্টির নেপথ্যে রয়েছে নিম্নচাপ। এ বছর পর পর নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপরে। হাওয়া অফিস বলছে, বর্ষার চার মাসে কমবেশি আট থেকে ন’টি নিম্নচাপ তৈরি হয়ে থাকে বঙ্গোপসাগরে। এই বছরে ইতিমধ‍্যেই ছ’টি নিম্নচাপ তৈরি হয়েছে সাগরে। শুধু জুলাইয়েই হয়েছে তিনটি নিম্নচাপ। তার পরে ওই নিম্নচাপ ক্রমে সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করেছে। তার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে ঝেঁপে। কখনও কোথাও কোথাও হয়েছে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি। সাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলের প্রভাবেও বৃষ্টি হয়েছে শহর কলকাতায়। সেই নিম্নচাপ অঞ্চল নিম্নচাপে পরিণত না-হলেও তার প্রভাবে বৃষ্টি চলেছে।

    গোটা দক্ষিণবঙ্গেই জুলাই মাসে স্বাভাবিকের থেকে ২৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। সেখানে উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে ৩০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। সাধারণত উত্তরবঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়ে থাকে। এ বছর তার উল্টোটাই দেখা গেল। হাওয়া অফিসের পরিসংখ্যান বলছে, ২০১৫ সালের জুলাই মাসে কলকাতায় বৃষ্টি হয়েছিল ৬৭৪.৩ মিলিমিটার। ২০১৭ সালের জুলাইয়ে কলকাতায় বৃষ্টি হয় ৬২১.৫ মিলিমিটার। ওই দু’বারই ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে কলকাতায়। তার পরে আর অত বৃষ্টি হয়নি। ২০২২ সালের জুলাইয়ে কলকাতায় বৃষ্টি হয়েছিল ২৭৫.২ মিলিমিটার। স্বাভাবিকের থেকে অনেকটাই কম। ২০২৩ সালের জুলাই মাসে কলকাতায় বৃষ্টি হয়েছিল ২৭৫.২ মিলিমিটার। ২০২৪ সালের জুলাই মাসে কলকাতায় বৃষ্টি হয়েছিল ৩২৮ মিলিমিটার। ২০২৫ সালের জুলাই মাসে কলকাতায় বৃষ্টি হল ৬৬৯ মিলিমিটার।

    গোটা মাস জুড়ে এই বৃষ্টির কারণে বার বার বিপর্যস্ত হয়েছে জনজীবন। সকালে বৃষ্টির কারণে অফিস, স্কুল, কলেজে যেতে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। কোনও কোনও রাস্তায় জল জমেছে। তৈরি হয়েছে যানজট। মেট্রো লাইনে জল ঢুকেও বিপত্তি হয়েছে। ব্যাহত হয়েছে মেট্রো চলাচল। ঘূর্ণাবর্তের প্রভাবে শনিবার পর্যন্ত কলকাতায় চলবে ঝড়বৃষ্টি। ওই দিন পর্যন্ত জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তার পরেও বৃষ্টি থামবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতায়। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।
  • Link to this news (আনন্দবাজার)