• দরজায় ঝুলছে কন্ডোম, বারান্দায় ছড়িয়ে নেশার জিনিস, স্কুলে এসে চমকে গেলেন সকলে
    এই সময় | ০১ আগস্ট ২০২৫
  • পিনাকী চক্রবর্তী

    স্কুলের দরজায় তালার সঙ্গে ঝুলছে কমপক্ষে দু’টি করে ব্যবহৃত কন্ডোম। বারান্দায় ছড়িয়ে-ছিটিয়ে আছে ইঞ্জেকশনের সিরিঞ্জ ও গাঁজার কল্কে। শুক্রবার এমনই ছবি ধরা পড়েছে আলিপুরদুয়ারের যশোডাঙা জুনিয়র বেসিক স্কুলে। ঘটনা জানাজানি হতেই লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সহ শিক্ষক-শিক্ষিকাদের। ঘটনায় উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবকরা।

    সূত্রের খবর, আলিপুরদুয়ারের ওই প্রাথমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা ১৫৮। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয় ওই স্কুলে। কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।

    ঘটনার পরে এ দিন নির্ধারিত সময় থেকে দেড় ঘণ্টা দেরিতে শুরু হয় স্কুলের পঠনপাঠন। অভিযোগ, দীর্ঘ দিন ধরেই ওই সরকারি প্রাথমিক স্কুলের বারান্দায় এক দল সমাজ বিরোধী নেশার আসর বসাত। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের তরফে একাধিকবার প্রতিবাদ জানানো হয়েছে। অভিযোগ, প্রতিবাদের বদলা নিতেই স্থানীয় সমাজ বিরোধীরা বৃহস্পতিবার রাতে স্কুল জুড়ে অপকর্ম করে।

    অভিভাবক চন্দন বণিক বলেন, ‘সমাজের এই অবক্ষয়ের চেহারা দেখে গা গুলিয়ে উঠছে। ভাবা যায় শিক্ষা মন্দিরের এই চেহারা? কোনও সুস্থ মাথার মানুষ এমন অকাজ করতে পারে? চরম শাস্তি হওয়া উচিত।’

    স্কুলের প্রধান শিক্ষক সুমন্ত সিংহ বলেন, ‘শিক্ষকতা করতে এসে এমন দৃশ্যের সাক্ষী হতে হবে তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমরা ঊর্ধতন কর্তৃপক্ষ-সহ পুলিশকে বিস্তারিত ভাবে জানিয়েছি।’ জেলা বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মন বলেন, ‘খুবই লজ্জাকর ও উদ্বেগের ঘটনা৷ আমি স্কুল কর্তৃপক্ষকে দ্রুত অভিভাবক সভা ডাকার নির্দেশ দিয়েছি। প্রয়োজনে আইনের সহায়তাও নেওয়া হবে।’

  • Link to this news (এই সময়)