• চলন্ত ট্রেনে সন্তান প্রসব করলেন এক মহিলা, সাহায্যের হাত বাড়াল রেল পুলিস
    বর্তমান | ০১ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বেলদা: ট্রেনের মধ্যেই সন্তান প্রসব করলেন এক মহিলা। বেঙ্গালুরু থেকে অসম ফেরার পথেই গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেসে কামরার মধ্যেই এই প্রসবের ঘটনাটি ঘটে। বিষয়টি জানতে পেরে রেল পুলিস ট্রেন থামায়। ওই মহিলাকে ট্রেন থেকে পশ্চিম মেদিনীপুরের বেলদা রেল স্টেশনে নামায়। পরে সদ্যোজাত সন্তান ও মাকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে রেল পুলিস। এই ঘটনার জেরে আজ, শুক্রবার সকালে শোরগোল পড়ে যায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে। জানা গিয়েছে গত ৩০শে জুলাই রাতে বেঙ্গালুরু স্টেশন থেকে ট্রেন ধরেছিলেন ২১ বছরের সাহা বানু। তিনি সন্তানসম্ভবা ছিলেন। তাঁর বাড়ি অসমের বোঙ্গাইগাঁও এলাকায়।আজ, শুক্রবার ভোর রাতে ওড়িশার বালেশ্বর স্টেশনের কাছে প্রসব বেদনা ওঠে ওই মহিলার। এরপর ট্রেনের মধ্যেই কন্যা সন্তান প্রসব করে সে। ট্রেনে দায়িত্বপ্রাপ্ত টিকিট পরীক্ষককে বিষয়টি জানালে তিনি রেল পুলিসকে বিষয়টি জানান। তারপরেই রেল পুলিস বেলদা স্টেশনে ট্রেন থামানোর ব্যবস্থা করেন। তারপর প্রসূতি ও সদ্যোজাতকে ট্রেন থেকে নামিয়ে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে রেল পুলিসই। বর্তমানে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রসূতি ও সদ্যোজাত। দু’জনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
  • Link to this news (বর্তমান)