‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির মাধ্যমে কী কী বিষয়ে কাজ হবে বুথে বুথে, জানাল নবান্ন
বর্তমান | ০১ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাড়াতে বসেই এলাকার সমস্যা মেটানোর জন্য অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গত সপ্তাহেই নবান্ন থেকে নতুন কর্মসূচির ‘আমাদের পাড়া আমাদের সমাধানের’ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক ব্লকের বুথে বুথে স্থানীয় স্তরে কী কী সমস্যা রয়েছে তা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের জন্যই এই অভিনব উদ্যোগ নিয়েছে নবান্ন। এর আগে ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি করে বাংলার মানুষের ঘরের দরজায় পরিষেবা পৌঁছে দিয়েছে রাজ্য সরকার। সরকারি অফিসে ছুটতে হবে না কাউকে।বরং সরকারি কর্মী-আধিকারিকরাই পৌঁছে যাবেন মানুষের কাছে। সেই কারণেই চালু হয়েছিল ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি। এবার একদম তৃণমূল স্তরের সমস্যা সমাধানের জন্যই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো আগামী কাল, শনিবার ২ আগস্ট থেকেই এই কর্মসূচি শুরু হওয়ার কথা। দু’দিন আগেই গোটা বিষয়টি নিয়ে নবান্নে সমস্ত জেলাশাসকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ও মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তাতেই সমস্ত জেলাশাসকদের এই নতুন কর্মসূচি নিয়ে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে।রাজ্যের ৮০ হাজার বুথের বাসিন্দাদের একেবারে ছোটোখাটো সমস্যার সমাধান করা হবে দ্রুত। সেই কারণেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। এই কাজের জন্য রাজ্যের কোষাগার থেকে সামগ্রিকভাবে খরচ হবে আট হাজার কোটি টাকা। বুথ পিছু বরাদ্দ হবে ১০ লক্ষ টাকা। উল্লেখযোগ্য বিষয় হল, কোন কাজের জন্য এবং কীভাবে এই ১০ লক্ষ টাকা খরচ হবে, তা সংশ্লিষ্ট বুথের বাসিন্দরাই একজোট হয়ে ঠিক করবেন। আজ, শুক্রবার নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কী কী বিষয়ের উপর বুথস্তরে কাজ হবে ও সমস্যার সমাধান করা হবে। একটি তালিকা প্রকাশ করে বলা হয়েছে-১) এলাকার নিকাশি ব্যবস্থা, ড্রেন, কালভার্ট নির্মাণ কিংবা মেরামতির কাজ করা হবে। ২) জলের সংযোগ: বুথে পর্যাপ্ত নলকূপ, পাইপের মাধ্যমে জল বাড়িতে পৌঁছনো কিংবা, নতুন করে স্থাপন ও মেরামতির কাজ
৩) আলো: রাস্তায় এলইডি লাইট লাগানো বা মেরামতি, সোলার লাইট ও হাইমাস্ট ল্যাম্প লাগানো বা মেরামতির কাজ৪) সাধারণের জন্য শৌচাগার নির্মাণ, বিশেষ করে বাজার এলাকায় ৫) অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ নির্মাণ বা মেরামতি, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, পাঁচিল দেওয়ার কাজ৬) প্রাইমারি স্কুলের রঙ, শৌচাগার পরিষ্কার করা বা মেরামতি করা, পর্যাপ্ত বেঞ্চের ব্যবস্থা করা
৭) পুকুর সংস্কার ও ঘাট পরিষ্কার বা বাঁধানোর কাজ৮) বর্জ্য ব্যবস্থাপনা৯) বাজারের ড্রেনের ব্যবস্থা, কোনও দোকান মেরামতির কাজ১০) অনুষ্ঠান হয় বুথে বা পাড়ায় এমন এলাকার ছাউনি নির্মাণ, কমিউনিটি সেন্টার তৈরি১১) বাস স্টপের শেড তৈরি, অটো বা রিক্সার স্ট্যান্ড, ফুটপাত তৈরি বা সংরক্ষণ, এলাকায় পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, ১২) পার্কে বেঞ্চ তৈরির ব্যবস্থা, গাছ লাগানো১৩) এছাড়াও এলাকায় বিদ্যুত সংযোগ সংক্রান্ত যাবতীয় বিষয়ের সমস্যার সমাধান ও নির্মাণ।১৪) রাস্তা নির্মাণ কিংবা মেরামতি।