বিমল গুরুং ও শুভেন্দুর সাক্ষাৎ, পাহাড়ের নতুন রাজনৈতিক মেরুকরণ নিয়ে বাড়ছে জল্পনা
দৈনিক স্টেটসম্যান | ০১ আগস্ট ২০২৫
পাহাড়ের রাজনীতি নিয়ে নতুন করে বাড়ছে জল্পনা। বৃহস্পতিবার গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং এবং মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরির সঙ্গে গোপনে সাক্ষাৎ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁদের সঙ্গে ছিলেন বিমল গুরুঙ্গের ছেলে অবিনাশ গুরুংও। কলকাতার নিজাম প্যালেসে বৈঠক করেন তাঁরা। এই বৈঠক নিয়েই পাহাড়ের রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। তাহলে কি গোর্খা জন মুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং ফের গেরুয়া শিবিরের হাত ধরতে চলেছেন?
তবে এ ব্যাপারে এখনই মুখ খুলছেন না গোর্খা জনমুক্তি মোর্চা বা বিজেপির কেউই। শুধু বৈঠক শেষে রোশন গিরি জানিয়েছেন, পাহাড়ের রাজনীতির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে ৷ তবে এর বেশি অন্য কোনও তথ্য তিনি দিতে রাজি হননি ৷
প্রসঙ্গত বিমল গুরুংয়ের সঙ্গে বিজেপির যোগাযোগ নতুন নয়। অতীতে বিমল গুরুংদের দাবি মেনে গোর্খাল্যান্ডকে আলাদা রাজ্য করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এমনকি নির্বাচনী ইস্তেহারেও সেটি উল্লেখ করা হয়। ফলে ২০০৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হন যশবন্ত সিং। ২০১১ সালে রাজ্যের ক্ষমতা বদলের সময়েও বিজেপির সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুঙ্গদের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়। আবার ২০১৪ সালের লোকসভা নির্বাচনেও দার্জিলিং আসনে জয়ী হন এস এস আলুওয়ালিয়া। এরপর ২০১৯ ও ২০২৪ সালে পর পর দুই বার জয় লাভ করেছেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা।