• বাড়ি ফেরার পথে হঠাৎ প্রসব বেদনা, চলন্ত ট্রেনে হুলস্থুল, তার পর...
    এই সময় | ০১ আগস্ট ২০২৫
  • চলন্ত ট্রেনে সন্তান প্রসব করলেন অসমের সাহা বানু (২১)। শুক্রবার ঘটনাটি ঘটেছে গুয়াহাটি এক্সপ্রেসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। তারা প্রসূতি এবং নবজাতককে পশ্চিম মেদিনীপুরের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে জানিয়েছেন, সুস্থ রয়েছেন মা ও নবজাতক দু’জনেই।

    রেল পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে বেঙ্গালুরু স্টেশন থেকে গুয়াহাটি এক্সপ্রেসে ওঠেন ৯ মাসের অন্তঃসত্ত্বা সাহা বানু। সাহার সঙ্গে ছিলেন তাঁর ভাই মিয়ানুর ইসলাম। অসমের নিউ বঙ্গাইগাঁও স্টেশনে নামার কথা ছিল তাঁদের। সাহার স্বামী ফিরদৌস পরিযায়ী শ্রমিক, বেঙ্গালুরুতে থাকেন। সেখানেই স্বামীর সঙ্গে থাকতেন সাহা। তাঁর প্রসবের সম্ভাব্য তারিখ ছিল ১২ অগস্ট। সেই কারণেই ভাইয়ের সঙ্গে অসমের বাড়িতে ফিরছিলেন সাহা।

    শুক্রবার ভোরে ট্রেন বালেশ্বর স্টেশন ছাড়ার পরেই প্রসব যন্ত্রণা শুরু হয় সাহার। তাঁর ভাই ট্রেনের এক টিকিট পরীক্ষককে বিষয়টি জানান। যোগাযোগ করা হয় ট্রেনে থাকা RPF কর্মী এবং কন্ট্রোল রুমের সঙ্গে। এর পরে কন্ট্রোল রুম থেকে নির্দেশ আসে বেলদা স্টেশনে ট্রেন থামানোর। সেখান থেকে প্রসূতিকে বেলদা হাসপাতালে নিয়ে যাবেন RPF কর্মী। কিন্তু ট্রেন বেলদা স্টেশনে পৌঁছনোর আগেই ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন সাহা। সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন সহযাত্রীরা।

    ট্রেন বেলদা স্টেশনে পৌঁছলে নবজাতক এবং সাহাকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় RPF। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার তথা বেলদার BMOH আশিস মণ্ডল বলেন, ‘মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন। আপাতত দু’জনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

  • Link to this news (এই সময়)