• তিলপাড়া ব্যারাজে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি
    বর্তমান | ০২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: অনির্দিষ্টকালের জন্য তিলপাড়া ব্যারাজের উপর দিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করল বীরভূম জেলা পুলিস। আজ, শুক্রবার সন্ধ্যা থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিস সূত্রে খবর, শুধুমাত্র ছোট চারচাকা গাড়ি ও বাইক চলাচল করছে। এছাড়াও ফাঁকা বাস চলাচলের ক্ষেত্রেও অনুমতি দেওয়া হচ্ছে। এদিন নির্দেশিকা জারি হওয়ার পরই ব্যারাজ চত্বরে পৌঁছন পুলিস সুপার আমনদীপ। তিনি বলেন, ভারী গাড়ি ঘুরপথে চালানো হবে। যেসব ভারী গাড়িগুলি সেতু সংলগ্ন এলাকায় চলে এসেছে সেগুলি ঘুরিয়ে দেওয়া হচ্ছে।উল্লেখ্য, তিলপাড়া ব্যারাজ থেকে জল ছাড়ার কাজ শুরু হতেই সংস্কারের কাজ ক্ষতিগ্রস্ত হয়। সেইসঙ্গে ব্যারাজের পিলারে একাধিক ফাটল ক্রমেই স্পষ্ট হতে শুরু করেছে। অন্যদিকে, ব্যারাজের একটি ডিভাইড ওয়ালের নীচ থেকে বালি-মাটিও সরে গিয়েছে, তৈরি হয়েছে গর্ত। এদিন পরিদর্শনে এসেছিলেন রাজ্য সেচ দপ্তরের চার সদস্যের প্রতিনিধি দল। পরিদর্শন শেষে রাজ্য সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্ত বলেন, অবস্থা ভালো নয়। সংস্কারের কাজ করার চেষ্টা চলছে। তাঁর কথায়, ফ্লোর থেকে বেড অনেকটাই নেমে গিয়েছে। সেটা ভর্তি করাটাই চ্যালেঞ্জ।
  • Link to this news (বর্তমান)