• পুজোর আগে নাশকতার ছক? চাকদহের গুদাম থেকে উদ্ধার বিপুল অস্ত্র, ধৃত ৩ দুষ্কৃতী
    প্রতিদিন | ০২ আগস্ট ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: পুজোর আগে বড় সাফল্য নদিয়া পুলিশের। বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হল একটি গুদাম থেকে। গ্রেপ্তার করা হল তিন দুষ্কৃতীকে। পুজোর আগে কি কোনও নাশকতা, অঘটন ঘটানোর ছক কষছিল তারা? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তথ্য জানার চেষ্টা চালাচ্ছে।

    বৃহস্পতিবার রাতে নদিয়ার চাকদহ থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে। এরপরই তদন্তকারীরা চাকদহের দরাপপুর শীতলাতলা গ্রামের একটি গুদামে হানা দেন। প্রিয়াংশু বিশ্বাস নামে এক যুবককে পাকড়াও করে চলে জিজ্ঞাসাবাদ। জেরায় উঠে আসে চাঞ্চল্যকর তত্য্য। গুদামে তল্লাশি চালিয়ে একটি দেশি সেভেন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। এছাড়াও একটি বিশাল তরোয়াল ও একটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। এরপর ওই সূত্র ধরে তল্লাশি চালিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ।

    আজ, শুক্রবার ধৃতদের আদালতে তোলা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চাইছে পুলিশ। সম্প্রতি রানাঘাট পুলিসঘ জেলার বিভিন্ন এলাকা থেকে একাধিক অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একাধিক দুষ্কৃতীকেও। তাহলে পুজোর আগে নদিয়ায় কোনও নাশকতার ছক কষছে দুষ্কৃতীরা? নাকি বাইরে থেকে অস্ত্র এনে অস্ত্র মজুত করছে দুষ্কৃতীরা? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ সব দিক খতিয়ে দেখছে। আজ,  শুক্রবার চাকদহ থানায় একটি সাংবাদিক সম্মেলন করেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপোলা। ছিলেন চাকদহ থানার ভারপ্রাপ্ত আইসি ও অন্যান্য পুলিশ আধিকারিকরা।
  • Link to this news (প্রতিদিন)