‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে পাওয়া যাবে কোন পরিষেবা? তালিকা প্রকাশ নবান্নের
প্রতিদিন | ০২ আগস্ট ২০২৫
মলয় কুণ্ডু: ‘দুয়ারে সরকার’-এর পর ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। রাজ্য সরকারের উদ্যোগে এবার বুথ স্তরে পৌঁছবে প্রশাসন। সরাসরি হবে নাগরিক সমস্যার সমাধান। আগামী ২ আগস্ট থেকে শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। পাওয়া যাবে মোট ১৬ রকমের পরিষেবা।
এবার একনজরে দেখে নেওয়া যাক ঠিক কোন কোন পরিষেবা পাওয়া যাবে।
নিকাশি * নর্দমা ঢাকার বন্দোবস্ত* সোক পিট* কালভার্ট নির্মাণ
সবুজায়ন * মুক্ত এলাকায় জিম* গাছের গোড়া বাঁধানোর বন্দোবস্ত* পার্কে বেঞ্চের ব্যবস্থা
বিদ্যুৎ পরিষেবা* বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন* কমিউনিট হল, স্কুল বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি* ট্রান্সফর্মারের ব্যবস্থা* বিদ্যুতের খুঁটি সংস্কার* পর্যাপ্ত জোগানের জন্য বিদ্যুৎ সঞ্চয়
রাস্তা * রাস্তা সংস্কার
অন্যান্য
পুজোর দিন এবং সরকারি ছুটির দিনগুলো বাদ দিয়ে জেলার প্রতিটি ব্লকে, গ্রামে বা শহরাঞ্চলে শিবির করে স্থানীয় সমস্যার খতিয়ান তুলে আনার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে। সমস্যা শোনার পর সেই কাজ করা হবে। সব কাজ হবে অনলাইন মাধ্যমে, স্বচ্ছতা মেনে। মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারবেন। যেহেতু রাজ্যে প্রায় ৮০ হাজারের বেশি বুথ রয়েছে তাই ২৭ হাজার ক্যাম্প করার সিদ্ধান্ত হয়েছে।