• বাঙালি ‘হেনস্তা’র বিরোধিতায় অভিষেকের ভারচুয়াল বৈঠক দিনবদল, নতুন দিন কবে?
    প্রতিদিন | ০২ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ব্যুরো: ভিনরাজ্যে বাঙালি ‘হেনস্তা’ থেকে শুরু করে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতায় দলের সুর বেঁধে দিতে জেলাস্তরে দলীয় সংগঠনকে নিয়ে বৈঠকের আহ্বান জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ আগস্ট ভারচুয়ালি সেই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় স্তরে কর্মসূচি-সহ একাধিক কারণে সেই বৈঠকের তারিখ পরিবর্তন করা হয়েছে। জানা গিয়েছে, ৮ আগস্টের বদলে তা হবে ৫ তারিখ। ৮ তারিখ দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি রয়েছে INDIA জোটের। সেখানে যোগ দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণে ওইদিনের দলীয় বৈঠক এগিয়ে আনার সিদ্ধান্ত।

    চলতি সপ্তাহের বুধবার তৃণমূলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আগামী ৮ আগস্ট দলের সমস্ত সাংসদ, বিধায়ক, মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সকল জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরকে ভারচুয়াল বৈঠকে ডেকেছেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিকস্তরে তৃণমূল রাজ্য সভাপতি ছাড়া সমস্ত শাখা সংগঠনের প্রধান, রাজ্য তৃণমূল কমিটির সকল সদস্য, জেলা তৃণমূলের (মাদার) চেয়ারম্যান ও সভাপতি এবং কলকাতার সমস্ত ব্লক সভাপতিও অভিষেকের এই বৈঠকে থাকার কথা। তবে সেই দিনটি বদল করা হয়েছে। জানা গিয়েছে, আটের বদলে ৫ আগস্ট ভারচুয়াল বৈঠকে অভিষেক একাধিক ইস্যুতে দলের প্রতিবাদের সুর বেঁধে দেবেন।

    শুধু তাই নয়, জেলা সংগঠনগুলিতেও রদবদলের জন্য অভিষেক পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় বৈঠক করবেন বলে খবর। তবে সূত্রের খবর, বাড়তি নজরে উত্তরবঙ্গ। আগে উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে ধাপে ধাপে বৈঠক করতে পারেন তিনি। তবে সবকটি জেলা সংগঠনেকর সঙ্গেই আলাদা করে আলোচনা করবেন বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)