• অতিবৃষ্টিতে প্লাবিত ঘাটাল, পরিস্থিতি দেখতে আগামী সপ্তাহে যেতে পারেন মুখ্যমন্ত্রী
    প্রতিদিন | ০২ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  একদিকে বর্ষার অতিবৃষ্টি, তার উপর ডিভিসির ছাড়া জল। জোড়া ফলায় প্লাবিত বঙ্গে একাধিক নিম্ন অংশ। তার মধ্যে উল্লেখযোগ্য পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোণা-সহ বিস্তীর্ণ এলাকা। প্লাবন পরিস্থিতি হুগলির আরামবাগেও। জলযন্ত্রণাক্লিষ্ট সেখানকার মানুষজন। এবার সেই পরিস্থিতি পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ আগস্ট ঘাটাল যাওয়ার সম্ভাবনা তাঁর। তার আগে হুগলির আরামবাগেও যেতে পারেন। ঘাটালের প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখে ওইদিন চলে যেতে পারেন ঝাড়গ্রামে। পরেরদিন অর্থাৎ ৬ আগস্ট সেখানে ‘ভাষা আন্দোলনে’ শামিল হবেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামে তাঁর নেতৃত্বে হবে ভাষা মিছিল।

    চলতি মরশুমে বঙ্গে অতিবর্ষণ চলছে। আষাঢ় শুরুর আগে থেকে প্রাক বর্ষার বৃষ্টি দিয়ে তা শুরু হয়েছে। শ্রাবণের অর্ধেক এখনও বাকি। প্রায় প্রতিদিনই আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস শোনাচ্ছে। বঙ্গের নিম্ন অববাহিকার একাধিক এলাকা প্লাবিত। এদিকে, ফি বছর বর্ষাকালের মতো এবারও ডিভিসির তরফে প্রশাসনকে না জানিয়ে বাঁধের উপর থেকে চাপ কমাতে জল ছাড়ার পালা চলছে। তাতে ঘাটাল, চন্দ্রকোণা, আরামবাগের মতো জায়গার জলযন্ত্রণা আরও বেড়েছে। কোথাও কোথাও শহরাঞ্চলও প্লাবিত। সেচমন্ত্রী মানস ভুঁইঞা বারবার এনিয়ে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। একইসঙ্গে প্লাবিত এলাকাগুলির বাসিন্দাদের সাহায্যে প্রশাসনের তরফে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

    এবার সেই পরিস্থিতিই সরেজমিনে খতিয়ে দেখতে ঘাটাল যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ আগস্ট, মঙ্গলবার তার আগে তিনি যেতে পারেন হুগলির আরামবাগে। সেখানেও প্লাবন পরিস্থিতি। এরপর আরামবাগ থেকে মুখ্যমন্ত্রীর পশ্চিম মেদিনীপুরের ঘাটাল যাওয়ার কথা শোনা গিয়েছে। ঘাটালবাসীর যন্ত্রণার অবসান ঘটাতে কেন্দ্রের শত উপেক্ষার পর রাজ্য সরকার নিজের খরচেই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। তবে তা শেষ করতে এখনও বেশ খানিকটা সময় লাগবে বলে জানা গিয়েছে। ততদিন পর্যন্ত ঘাটালবাসীর যন্ত্রণাই সঙ্গী। আর এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়াতে যেতে পারেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (প্রতিদিন)