• হোর্ডিংয়ে ঢাকছে কলকাতার হেরিটেজ বিল্ডিং? কড়া পদক্ষেপ পুরসভার
    এই সময় | ০২ আগস্ট ২০২৫
  • হেরিটেজ বিল্ডিংয়ের মুখ ঢাকছে বিজ্ঞাপনের হোর্ডিংয়ে! এমনকী, নেতাজি ভবনেও একই দৃশ্য। বিষয়টি নজরে এসেছে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমেরও। এর পরেই কড়া পদক্ষেপ করার কথা জানিয়েছেন তিনি। শহরে হেরিটেজ সম্পত্তিগুলির উপরে হোর্ডিং দেওয়া হলে বিজ্ঞাপনদাতা সংস্থা বা ব্যক্তিগত ভাবে কেউ বিজ্ঞাপন দিলে সেই নির্দিষ্ট ব্যক্তিকে নোটিস ধরাবে পুরসভা। 

    কলকাতা এবং লন্ডনের ঐতিহ্য ‘হেরিটেজ সম্পত্তি’, শুক্রবার এই দাবি করেন মেয়র। কিন্তু সেই সমস্ত হেরিটেজ বাড়িই ঢেকে যাচ্ছে হোর্ডিংয়ে, সেই অভিযোগও উঠেছিল। মেয়র বলেন, ‘হেরিটেজ বিল্ডিংগুলি যাতে রাতের বেলাতেও দেখা যায়, সে জন্য সেখানে পুরসভার তরফে আলো লাগানো হচ্ছে। কিন্তু সেই বিল্ডিংগুলিই যদি হোর্ডিং বা বিজ্ঞাপনে ঢেকে যায়, সে ক্ষেত্রে মানুষ তা দেখতে পাবে না। সেই জন্যই বিজ্ঞাপনদাতাদের নোটিস দেওয়া হবে তা খুলে নিতে। পোস্টার সাঁটানো থাকলে তা খুলে দেবে পুরসভা।’ ফিরহাদ বলেন, ‘নেতাজি ভবনের সামনে পুরোটাই ঢেকে ফেলা হয়েছে হোর্ডিংয়ে, এই অভিযোগ পেয়েছি। তা আমরাই পরিষ্কার করে দেব। কিন্তু সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।’ 

     হেরিটেজের ‘ভ্যালু’ বা মূল্যায়ণ নিয়েও নয়া পদক্ষেপ করতে চলেছে পুরসভা। যে কোনও হেরিটেজ বিল্ডিংয়ের হিস্টোরিক্যাল ভ্যালু এবং সায়েন্টিফিক ভ্যালুর খতিয়ে দেখা হবে। এ বিষয়ে সাহায্য নেওয়া হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদেরও। অর্থাৎ হেরিটেজের মূল্যায়ণ হবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে। 

  • Link to this news (এই সময়)