আদালতের নির্দেশ মেনে প্রথম মুখোমুখি ১৩ পরিচালক-স্বরূপ, কী কথা হল দু’পক্ষের মধ্যে?
আনন্দবাজার | ০১ আগস্ট ২০২৫
২০২৪-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পরিচালকেরা এবং ফেডারেশনের সভাপতি মুখোমুখি বসুন। আলোচনার মাধ্যমে সমস্যা মিটুক। তবে তখন তা হয়নি। অবশেষে, হাই কোর্টের নির্দেশে শুক্রবার, রবীন্দ্রসদনে ফেডারেশনের বিরুদ্ধে মামলাকারী ১৩ জন পরিচালকের মুখোমুখি বসলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। টানা দু’ঘণ্টার বৈঠকের মূল হোতা তথ্য ও সম্প্রচার দফতরের সচিব শান্তনু বসু ঠাকুর।
বৈঠকের ফলাফল কি ইতিবাচক? আশার আলো দেখতে পেলেন পরিচালকেরা? প্রশ্ন ছিল আনন্দবাজার ডট কমের। পরিচালকদের পক্ষ থেকে পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা এত দিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। নিজেদের বক্তব্য জানাতে পেরে আমরা খুশি।’’ একই বক্তব্য স্বরূপেরও। ফেডারেশন সভাপতি বলেন, ‘‘আমরা সব সময় আলো জ্বালিয়েছি। কাউকে, কোনও কিছুই অন্ধকারে রাখার পক্ষপাতী নই।’’
কথা ছিল, এ দিন দুপুর ২টোয় শুরু হবে বৈঠক। ঘড়ি ধরে নির্দিষ্ট সময়ে আলোচনায় যোগ দিতে আসেন পরিচালক সুব্রত সেন, সুদেষ্ণা রায়, ইন্দ্রনীল রায়চৌধুরী, পরমব্রত চট্টোপাধ্যায়, বিদুলা ভট্টাচাৰ্য, কিংশুক দে প্রমুখ। স্বরূপের সঙ্গে ছিলেন পরিচালক অরিন্দম শীল, রাহুল মুখোপাধ্যায়, ছোট পর্দার সৃজিত রায়, অয়ন সেনগুপ্ত প্রমুখ। দু’পক্ষেরই দাবি, আলোচনায় বসে তাঁরা সন্তুষ্ট। যদিও আলোচনায় কী উঠে এসেছে, সে বিষয়ে কোনও কথা বলেননি কোনও পক্ষই। কারণ, বিষয়টি বিচারাধীন।
এ দিন খুশির হাসি সুব্রত, সুদেষ্ণা, বিদুলার মুখেও। সুদেষ্ণা জানান, আলোচনায় উঠে আসা উভয় পক্ষের বক্তব্য দু’পক্ষ লিখিত ভাবে সচিব শান্তনুকে জমা দেবেন। তা থেকে রিপোর্ট তৈরি করে বিচারপতি অমৃতা সিংহের কাছে জমা দেবেন তিনি। প্রসঙ্গত, এর আগেও উভয় পক্ষকে মুখোমুখি বসার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। পরিচালকেরা উপস্থিত থাকলেও সে দিন ফেডারেশন সভাপতি অনুপস্থিত ছিলেন।
এই বৈঠক কি ১৩ পরিচালকের দায়ের করা মামলায় প্রভাব ফেলবে? ১৩ জন পরিচালক কি মামলা তুলে নেবেন?
প্রশ্ন ছিল বিদুলার কাছে। তিনিই প্রথম মামলা দায়ের করেছিলেন ফেডারেশনের বিরুদ্ধে। বিদুলার বক্তব্য, ‘‘আজ হাই কোর্টের নির্দেশ মানা হল। অবশ্যই ইতিবাচক বৈঠক। মামলা নিজস্ব গতিতে চলবে।’’ ১১ অগস্ট পরিচালক-ফেডারেশন মামলার পরবর্তী শুনানি। ওই দিন সচিবের রিপোর্ট পড়ে রায় দেবেন বিচারপতি।