• ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র সিক্যুয়েল? রানি মুখোপাধ্যায়ের রিয়েল সেলফ সাগরিকা বললেন...
    এই সময় | ০১ আগস্ট ২০২৫
  • তুহিনা মণ্ডল

    ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন রানি মুখোপাধ্যায়, আপনি শুনেছেন? ‘এই সময় অনলাইন’-এর প্রশ্ন শেষ হওয়ার আগেই ফোনের অন্য প্রান্ত থেকে ভেসে এল উচ্ছ্বসিত কণ্ঠ। বাস্তবের ‘মিসেস চ্যাটার্জি’ সাগরিকা চক্রবর্তীর কণ্ঠে তখন বিস্ময়, সঙ্গে এক্সাইটমেন্টও। আবেগাপ্লুত সাগরিকার উত্তর, ‘বাহ্, খবরটা জানতাম না। আপনাদের থেকেই প্রথম শুনলাম। খুবই ভালো লাগছে। থ্যাঙ্ক ইউ।’ শুক্রবার ঘোষণা হয় ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের নাম। সেরা অভিনেত্রী সম্মান পেয়েছেন রানি মুখোপাধ্যায়।

    রানিকে অভিনন্দন জানিয়েছেন সাগরিকা। সঙ্গে রিয়েল লাইফ ‘মিসেস চ্যাটার্জি’ জানান, নিজের জীবন সংগ্রাম নিয়ে তিনি নতুন একটি বই লিখছেন। তবে কি সেই বইয়ের গল্প ধরেই বড় পর্দায় হাজির হবে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র সিক্যুয়েল? সাগরিকা বলেন, ‘আগে বইটা প্রকাশিত হোক। এর পরে তা ছবি হবে কি না, সেই বিষয়টি নিয়ে পরিচালকের সঙ্গে আলোচনা করার বিষয়ে ভাবনা-চিন্তা করব।’

    বঙ্গতনয়া সাগরিকা চক্রবর্তীর জীবন নিয়ে চর্চা শুরু হয়েছিল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমা মুক্তির পরে। ২০১১ সালে নিজের সন্তানকে ফিরে পেতে নরওয়ে প্রশাসন, পরে দেশের আদালতে লড়েছিলেন সাগরিকা। আর তাঁর সেই লড়াই বড় পর্দায় ফুটিয়ে তুলেছিলেন রানি মুখোপাধ্যায়।

    ছবিতে রানির অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছিল। এ বার সেই ছবির জন্যই অভিনেত্রীর ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কার। খবরটি শুনে উচ্ছ্বসিত রিয়েল লাইফ মিসেস চ্যাটার্জি। তিনি ‘এই সময় অনলাইন’-কে বলেন, ‘আমি যা যা উপলব্ধি করেছিলাম, রানি মুখোপাধ্যায় তা অত্যন্ত সুন্দর ভাবে পর্দায় তুলে ধরেছিলেন। তিনি যতটা ভালো অভিনেত্রী, ঠিক ততটাই সুন্দর মানুষ।’ এই সিনেমা যে মানুষের মনে দাগ কাটবে, তা আগে থেকেই আন্দাজ করেছিলেন বলে জানান সাগরিকা। তাঁর কথায়, ‘যে কোনও অশুভ শক্তির বিরুদ্ধে মহিলাদের লড়াই করার ক্ষমতা জোগায় এই ধরনের সিনেমা।’

    সাগরিকার লেখা বই ‘দ্য জার্নি অফ এ মাদার’-এর উপর ভিত্তি করে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিটি তৈরি হয়েছিল। ছবিটির পরিচালক ছিলেন আসিমা ছিব্বর। এ দিন সাগরিকা ‘এই সময় অনলাইন’-কে বলেন, ‘আমি নতুন একটি বই লিখছি নিজের জীবন নিয়ে।’ তবে কি সেই বইয়ের উপর নির্ভর করেই আসতে চলেছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র সিক্যুয়েল? এই প্রশ্নের জবাবে সাগরিকা অবশ্য বলেন, ‘আমি এখন বইটা শেষ করতে চাই। পরিচালক (আসিমা ছিব্বর) অতীতে একাধিকবার জিজ্ঞাসা করেছিলেন, সিক্যুয়েল লিখব কি না। সেই সময়ে তাঁকে জানিয়েছিলাম যে, আমি সিক্যুয়েল লিখতে চাই। তবে আপাতত আমি বইটা শেষ না করলে পরিচালক বা প্রযোজক সংস্থার সঙ্গে কথা বলতে পারছি না। তা শেষ করার পরেই বিষয়টি নিয়ে আলোচনা করব।’
  • Link to this news (এই সময়)