• ‘অবদান নেই, তাও সম্মান... এটা ইস্টবেঙ্গলই পারে’, অভিভূত সঞ্জয় সেন
    এই সময় | ০১ আগস্ট ২০২৫
  • পালিত হচ্ছে ১০৬ তম ইস্টবেঙ্গল দিবস। সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটা পালন করছেন ইস্টবেঙ্গলের সমর্থকরা। লাল হলুদ জনতার কাছে এটা একটা উৎসবের মতো। সেখানেই সেরা কোচের সম্মান পেলেন বাংলাকে সদ্য সন্তোষ ট্রফি জেতানো কোচ সঞ্জয় সেন। পিকে ব্যানার্জি মেমোরিয়াল সম্মান পেয়ে ইস্টবেঙ্গল ক্লাবের প্রশংসা ঝরে পড়ল তাঁর গলায়।

    বাংলার অন্যতম সফল কোচ সঞ্জয় সেন। তিনি ইস্টবেঙ্গলের হয়ে কোনওদিন খেলেননি বা কোচিং করাননি। বরং তিনি প্রতিপক্ষ মোহনবাগানের কোচ হিসেবে ইস্টবেঙ্গলকে হারিয়েছেন। তবে এ বার তাঁকে সেরা কোচের সম্মান দিল লাল হলুদ। সেখানেই আবেগপ্রবণ হয়ে পড়লেন সঞ্জয় সেন।

    প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য ও কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারের হাত থেকে সম্মান নেওয়ার পর তিনি বলেন, ‘আমার কাছে কোনও ভাষা নেই। যেই ক্লাবের আমার ১ শতাংশও অবদান নেই তারা আমাকে সম্মানিত করল। আমি এটার যোগ্য কিনা জানি না। তবে এটা একমাত্র ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষেই সম্ভব। সারা ভারতে আপনি যত ক্লাব খুঁজে পাবেন তাদের মধ্যে একটা ইস্টবেঙ্গলই পারে এটা করতে।’

    গত কয়েক বছর ধরে ইস্টবেঙ্গলের খারাপ সময় যাচ্ছে। ISL-এ নাম লেখানোর পর থেকেই পতন শুরু। মাঝে শুধু সুপার কাপ এসেছে। কোনও বছর ISL-এ টপ সিক্সে শেষ করতে পারেনি লাল হলুদ। সঞ্জয় সেনের বিশ্বাস এই শূন্যতা কাটাতে পারবে দল। বলেন, ‘বিশ্বের যেখানেই ইস্টবেঙ্গল সমর্থক, প্লেয়ার, সদস্যরা রয়েছেন, তাঁদের বলব এই শূন্যতা সাময়িক। আগামী দিন অপেক্ষা করুন ভালো অনেক কিছু আসছে।’ তিনি লাল হলুদের জন্য কিছু না করলেও তাঁকে লাল হলুদ যে সম্মান দেয় সেটা তিনি সুদে আসলে ফিরিয়ে দিতে চান। বলেন, ‘যদি ভবিষ্যতে সুযোগ আসে, সুদে আসলে পুষিয়ে দেওয়ার চেষ্টা করব।’
  • Link to this news (এই সময়)