বাগডোগরায় সপ্তম শ্রেণির ছাত্রকে মাঝ রাস্তা থেকে অপহরণ, মারধর
বর্তমান | ০২ আগস্ট ২০২৫
সংবাদদাতা, বাগডোগরা: স্কুল যাওয়ার পথে সপ্তম শ্রেণির ছাত্রকে রাস্তা থেকে অপহরণ। পরে বেধড়ক মারধর করে ফেলে রেখে যাওয়ার অভিযোগ বাগডোগরায়। গুরুতর জখম অবস্থায় সে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বাগডোগরা ফয়রানি জোতের ১৩ বছর বয়সি ওই কিশোর গোঁসাইপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাইস্কুলের ছাত্র।
কিশোরের পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ স্কুলে যাচ্ছিল ছেলে। অভিযোগ, সেসময় বাইকে চেপে এলাকার এক ব্যক্তি ও তার ভাইপো এসে গোঁসাইপুর ফুলকালি এলাকা থেকে ছেলেকে বাইকে এমএম তরাই থেকে কিছুটা দূরত্বে একটি নির্জন এলাকায় তুলে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক মাদক খাইয়ে বেধড়ক মারধর করে। গাছের ডাল দিয়ে হাত, পা ও পিঠে আঘাত করে। চুরি করেছে বলে জোর করে ভিডিওতে স্বীকারক্তি করানো হয়। এরপর ওই ছেলেকে অচৈতন্য অবস্থায় রাজাঝার এলাকায় ফেলে চলে যায় অভিযুক্তরা।
স্থানীয়রা ওই ছাত্রটিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেয় পরিবারকে। পরিবারের লোকজন পৌঁছে ছেলেকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিশোরের শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। এরপরে বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার। বর্তমানে বিছানায় শয্যাশায়ী ওই ছাত্র।
শুক্রবার জখম ছাত্রের মা বলেন, ছেলে স্কুলে গিয়েছিল। বিকেলে ওকে অচৈতন্য ও জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি আমরা। থানায় অভিযোগ করেছি।
অপরদিকে, গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। তাদের পরিবারের এক সদস্য জানান, ঘটনার পর থেকে ছেলে বাড়ি ফেরেনি। অকারণে ফাঁসানো হচ্ছে। আমরাও থানায় বিষয়টি জানিয়েছি। বাগডোগরা থানার ওসি পার্থসারথি দাস বলেন, নির্দিষ্ট নামে অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্তে নামা হয়েছে।