সংবাদদাতা, আলিপুরদুয়ার: মাঝেরডাবরি চা বাগানে ফের আরও একটি চিতাবাঘ ধরা পড়ল। বৃহস্পতিবার রাতে বাগানের ১০বি নিউ সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ ধরা পড়ে। এনিয়ে মাত্র ১০ দিনের ব্যবধানে বাগানে তিনটি চিতাবাঘ ধরা পড়ল।
মাঝেরডাবরি বাগানটি আলিপুরদুয়ার জেলা সদর শহর থেকে মাত্র ৭ কিমি দূরে। শহরের কাছেই একটি চা বাগানে দু’সপ্তাহেরও কম সময়ে তিনটি চিতাবাঘ ধরা পড়ায় স্বভাবতই বাগানের শ্রমিকদের পাশাপাশি আতঙ্কিত শহরের বাসিন্দারাও। তবে বাগানটি বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল দিয়ে ঘেরা। ফলে বাগানে চিতাবাঘ থাকাটাই স্বাভাবিক, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। মাঝেরডাবরি চা বাগানের জেনারেল ম্যানেজার চিন্ময় ধর বলেন, গত ক’দিনে তিনটি চিতাবাঘ ধরা পড়ল। আমরা তাতে অনেকটাই স্বস্তিবোধ করছি। আমাদের অনুরোধে বনদপ্তর বাগানে তিনটি খাঁচা এখনও রেখে দিয়েছে। বৃহস্পতিবার রাতে পুরুষ চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ার আগে বাগানেরই অন্য সেকশনে বনদপ্তরের খাঁচায় ধরা পড়েছিল দু’টি স্ত্রী চিতাবাঘ। অনেক সময় পুরুষ চিতাবাঘ শাবক খেয়ে নেয়। সেই জন্য স্ত্রী চিতাবাঘ মুখে শাবক নিয়ে বাগানের ঝোপজঙ্গলে, বাগানের নালায় নিরাপদ স্থানে নিয়ে যায়। মনে করা হচ্ছে সেই কারণে কিছুদিন ধরে মাঝেরডাবরি বাগানে চিতাবাঘের উপদ্রব শুরু হয়েছে।
যদিও বক্সা ব্যাঘ্র প্রকল্পের এডিএফও নভজিৎ দে বলেন, ওই বাগানে আরও চিতাবাঘ থাকতেই পারে। বাগানটি শহর থেকে কাছে হলেও এতে আতঙ্কের কোনও কারণ নেই। শুক্রবার ভোরে চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। -নিজস্ব চিত্র