• বালুরঘাট থেকে দীঘাগামী বাস চালু, প্রথম দু’মাস ভাড়ায় বিপুল ছাড়
    বর্তমান | ০২ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট থেকে অবশেষে দীঘাগামী ভলভো এসি বাসের উদ্বোধন হল। সপ্তাহে দু’দিন বালুরঘাট থেকে দীঘার উদ্দেশে বাসটি রওনা হবে। পাশাপাশি, বালুরঘাট থেকে শিলিগুড়িগামী একটি নন এসি বাসের পরিষেবাও চালু হয়ে গেল। শুক্রবার বাসগুলির উদ্বোধন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এনবিএসটিসি) চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এদিন বালুরঘাট বাসস্ট্যান্ডে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন নিগমের ডিরেক্টর তোরাফ হোসেন মণ্ডল, প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার, নিগমের প্রাক্তন ডিরেক্টর বিপ্লব খাঁ,  বালুরঘাট ডিপোর ইনচার্জ অশোক চক্রবর্তী প্রমুখ।

    এনবিএসটিসি’র চেয়ারম্যান বলেন, বালুরঘাট থেকে দীঘাগামী বাস চালুর দাবি ছিল এখানকার মানুষের। জেলার জনপ্রতিনিধিরাও আমাকে এব্যাপারে জানিয়েছিলেন। মানুষের সুবিধার্থে দীঘাগামী বাস পরিষেবা চালু হল। বাসভাড়াতেও বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে নিগম।

    নিগম জানিয়েছে, দীঘাগামী বাসটি বালুরঘাট থেকে মঙ্গল ও শনিবার করে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ছাড়বে। বুধ ও রবিবার দুপুর ২টোয় দীঘা থেকে বালুরঘাটের উদ্দেশে রওনা হবে। বাস ভাড়া ১৫৬০ টাকা। তবে প্রথম দু’মাস বিপুল পরিমাণে ছাড় দেওয়া হচ্ছে। বালুরঘাটবাসী যাতে খুব সহজে জগন্নাথ মন্দির দর্শনের সুযোগ পান সেজন্য ভলভো বাসে ভাড়া থাকছে মাত্র ৯৬০ টাকা। দু’মাস পরও বাসভাড়ায় ছাড় থাকবে। অনলাইন ও অফলাইনে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। শিলিগুড়িগামী যে বাসটি চালু হল, সেটি প্রতিদিন সকাল ৫টায় বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে ছাড়বে। দুপুরে শিলিগুড়ি পৌঁছে ফের বালুরঘাটের উদ্দেশে রওনা হবে ৫২ সিটের এই বাসটি। ভাড়া থাকছে ২২২ টাকা।  বালুরঘাট থেকে আরও বেশকিছু বাস চালু করার পরিকল্পনা রয়েছে বলে পার্থপ্রতিম জানিয়েছেন। তাঁর কথায়, টার্মিনাসের বিল্ডিংটি বাণিজ্যিকভাবে ব্যবহার করারও চিন্তাভাবনা চলছে। এবিষয়ে নিগমের বোর্ড অব ডিরেক্টর তোরাফ হোসেন বলেন, বাসস্ট্যান্ডের নিজস্ব বিল্ডিংয়ের উপরে আরও নির্মাণের প্রস্তাব দিয়েছি। এই বিল্ডিং হলে তা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে। এতে আয় বাড়বে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)