• ব্লক প্রশাসনের আশ্বাসই সার, রাস্তা নির্মাণ করা হয়নি রামপুরে, অবরোধ
    বর্তমান | ০২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: সময় বেঁধে দিয়ে আশ্বাসের পরও তৈরি হচ্ছে না রামপুর হাইস্কুল মোড় থেকে গোঁসাই মোড় পর্যন্ত ৩ কিমি রাস্তা। তাই রাস্তা তৈরির দাবিতে রামপুর হাইস্কুল মোড়ে টায়ার জ্বালিয়ে শুক্রবার বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। পাকা রাস্তা না হওয়ায় অবরোধ করে ক্ষোভে ফেটে পড়লেন তাঁরা। যার জেরে এদিন অবরুদ্ধ হয়ে পড়ে বারদুয়ারি থেকে বিন্দোল যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাটি। দীর্ঘ সময়ের জন্য ওই রাস্তায় থমকে যায় যান চলাচল। শেষে রায়গঞ্জ থানার পুলিসের আশ্বাসে স্থানীয় বাসিন্দারা অবরোধ তোলেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

    বিক্ষোভকারীদের মধ্যে স্থানীয় বাসিন্দা প্রদীপ বিশ্বাস বলেন, রামপুর হাইস্কুল মোড় থেকে গোঁসাই মোড় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থার জন্য এলাকাবাসীকে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে। স্কুলের ছাত্রছাত্রী থেকে বয়স্ক লোকজন, রোগী, সকলের জন্য নিত্যদিনের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে রাস্তাটি। তার উপর বর্ষায় খানাখন্দে ভরা রাস্তাটি ভয়াবহ হয়ে উঠেছে। এব্যাপারে পঞ্চায়েত সমিতির সদস্য মলয় সরকার বলেন, বারবার সংশ্লিষ্ট সব দপ্তরে এই রাস্তা নির্মাণের জন্য দরবার করা হয়েছে। কিন্তু কোনও তরফে হেলদোল নেই। এর আগেও একবার অবরোধ করা হয়েছিল। সেসময় রায়গঞ্জ ব্লক প্রশাসনের তরফে ৪৫ দিন সময় নেওয়া হয়েছিল। কিন্তু সময়সীমা অতিবাহিত হলেও রাস্তা তৈরি কাজ হয়নি। তাই গ্রামবাসীরা ফের রাস্তায় নেমে বিক্ষোভ করছে। 
  • Link to this news (বর্তমান)