পুজোয় আগেই ভাড়াটিয়া সম্পর্কে তথ্য সংগ্রহের উদ্যোগ পুলিসের
বর্তমান | ০২ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: একের পর এক ভিনরাজ্যের অপরাধীর ডেরার হদিশ। অধিকাংশই ছিল ভাড়া বাড়িতে। তাই পুজোর আগেই শিলিগুড়িতে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করতে নয়া ব্যবস্থা চালু করতে চলেছে পুলিস। যা প্রযুক্তি নির্ভর হবে। ইতিমধ্যে পুলিসের সাইবার ও তথ্য প্রযুক্তি সেল এবিষয়ে কাজ শুরু করেছে। শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করতে শীঘ্রই নতুন পদ্ধতি চালু করা হবে। এবিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দেড় মাসে শিলিগুড়িতে দু’টি এটিএম লুট ও একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। সবগুলির সঙ্গে ভিনরাজ্যের দুষ্কৃতীরা জড়িত। ইতিমধ্যে বিহার, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি সহ ভিনরাজ্য থেকে বেশকিছু দুষ্কৃতীকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। লুট ও ডাকাতির অপারেশনের পর অপরাধীদের একাধিক ডেরার হদিশ পায় পুলিস। যারমধ্যে দু’টি ভাড়াবাড়ি। তাই ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে নড়েচড়ে বসেছে পুলিস। তারা পুজোর আগেই এ ব্যাপারে নয়া ব্যবস্থা চালু করতে চলেছে।
বর্তমানে ঘরে ঘরে স্মার্টফোন, ল্যাপটপ রয়েছে। তাই ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে অ্যাপ চালু করার কাজ চলছে। ঘরে বসেই ভাড়াটিয়া ও পেয়িং গেস্টদের সম্পর্কে প্রাথমিক তথ্য অ্যাপের মাধ্যমে পুলিসের কাছে প্রদান করতে পারবেন নাগরিকরা। এরবাইরে আরও কিছু ভাবনাচিন্তা চলছে। পুলিসের এক অফিসার জানান, ভিনরাজ্যের দুকৃতীদের দু’টি ডেরার একটি ফাঁসিদেওয়া, আরএকটি বাগডোগরা থানা এলাকায় মিলেছে। যেগুলি শহরের বাইরে। তা হলেও বিষয়টি নিয়ে পুরসভা ও কমিশনারেটে আলোচনা করা হয়েছে। এব্যাপারে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।
কয়েকদিন আগে জরুরি ফোন নম্বর ১০০’র বিকল্প তিনটি মোবাইল নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি নিয়ে তৈরি স্টিকার অটো, টোটো, বাসে, এটিএম কাউন্টার, বাসস্ট্যান্ড, বাজার প্রভৃতি জায়গায় সাঁটা হয়েছে। শহরের নৌকাঘাট, বর্ধমান রোড, মহাত্মা গান্ধী মোড়, দার্জিলিং মোড়, সফদর হাসমিচক প্রভৃতি এলাকায় নাকা তল্লাশিও চলছে। পর্যটক ও সাধারণ নাগরিকদের সহায়তায় যাত্রীসাথী অ্যাপ চালু করা হয়েছে। পুরসভার সঙ্গে যৌথভাবে করা হচ্ছে পাড়া বৈঠক। লজ, অতিথি নিবাস, লাইন হোটেল, ধাবা প্রভৃতির উপরও নজরদারি বাড়ানো হচ্ছে।
পুলিসের এক অফিসার বলেন, ইতিমধ্যে পুজোর প্রস্তুতি নিয়ে বৈঠক করে বেশকিছু বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি শহরের নিরাপত্তার স্বার্থে অত্যাধুনিক ব্যবস্থাগুলি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সামনেই বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। এই অবস্থায় চুরি, ছিনতাই, ভিনরাজ্যের দুষ্কৃতীদের দৌরাত্ম্য নিয়ে ব্যবসায়ীরা রীতিমতো আতঙ্কিত। কয়েকদিন আগেই মাটিগাড়ায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান বিজয় গুপ্তা বলেন, উত্তরবঙ্গ তো বটেই রাজ্যের মধ্যে এই শহর অন্যতম। বর্তমানে এটা বাণিজ্যনগরী হিসেবে পরিচিত। পুজোর আগেই এখানকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত পুলিসের।