• রাজবাড়ি দিঘি পরিদর্শনে এসজেডিএ চেয়ারম্যান
    বর্তমান | ০২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজবাড়ি দিঘিতে দু’টি প্রাচীন মন্দির সংস্কারে রাজ্য হেরিটেজ কমিশনের দ্বারস্থ হচ্ছে এসজেডিএ। শুক্রবার জলপাইগুড়িতে রাজবাড়ি দিঘি পরিদর্শনে আসেন এসজেডিএ চেয়ারম্যান দিলীপ দুগার। চারদিক ঘুরে দেখার পর তিনি বলেন, রাজবাড়ি দিঘি চত্বরে থাকা মনসা ও শিবমন্দির দু’টি বহু প্রাচীন। এগুলির দীর্ঘদিন সংস্কার হয়নি। ফলে হেরিটেজ কমিশনের অনুমতি নিয়ে ওই মন্দির দু’টি সংস্কারে হাত দিতে চাইছি আমরা। রাজবাড়ি দিঘি চত্বর যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সে ব্যাপারে গত সপ্তাহেই নির্দেশ দিয়েছিলেন এসজেডিএ চেয়ারম্যান। তাঁর ওই নির্দেশের পর এদিন দিঘি চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন হলেও এখনও পানীয়জলের ব্যবস্থা নেই সেখানে। এনিয়ে এসজেডিএ চেয়ারম্যান বলেন, বিষয়টি জলপাইগুড়ি পুরসভাকে বলা হয়েছে। তারা শীঘ্রই রাজবাড়ি দিঘি চত্বরে পানীয় জলের ব্যবস্থা করে দেবে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)