• ইস্টার্ন বাইপাসে এটিএম লুট কাণ্ড: দিল্লিতে ধৃত দু’জনকে শিলিগুড়ি নিয়ে আসার তোড়জোড়
    বর্তমান | ০২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ইস্টার্ন বাইপাসের লোকনাথ মন্দির সংলগ্ন এটিএম লুট কাণ্ডের সঙ্গে জড়িত পলাতক দুই দুষ্কৃতীর খোঁজে হরিয়ানার নুহতে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের বিশেষ দলকে। ওই দুই দুষ্কৃতী সাজিদ কালা এবং আফতাবের বাড়িতে গিয়ে তল্লাশি চালানোর পরেও তাদের খুঁজে পাওয়া যায়নি। পুলিসের দাবি, ওই এলাকার বেশিরভাগ দুষ্কৃতী দেশজুড়ে তাণ্ডব চালায়। তাদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা সারাদেশ জুড়েই রয়েছে। পলাতক দুই দুষ্কৃতীর ব্যবহার করা মোবাইল নম্বর ট্র্যাক করেও হদিশ পাওয়া যাচ্ছে না। পুলিসের অনুমান, ঘটনার পর এক এক করে তিন জন গ্রেপ্তার হতেই বর্তমানে দুই দুষ্কৃতী কোনও জায়গায় গা ঢাকা দিয়ে রয়েছে। তবে এই দলের সদস্যরা বেশিদিন এক জায়গায় গা ঢাকা দিয়ে থাকতে পারে না। তাই তাদের খোঁজে একাধিক রাজ্যে তল্লাশি চলছে।

    অন্যদিকে, দিল্লিতে গ্রেপ্তার হওয়া দুই দুষ্কৃতী মহম্মদ সাজিদ এবং আদিল খানকে নিজেদের হেফাজতে আনতে তোড়জোড় শুরু হয়েছে। তবে তাদের শিলিগুড়ি আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে পুলিসকে। দিল্লিতে একটি গুলি ছোড়ার ঘটনায় তারা মূল চক্রী হিসেবে ধরা পড়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে কমপক্ষে ১০টি প্রতারণা সহ অসামাজিক কাজের মামলা রয়েছে। দিল্লি পুলিস তাদেরকে একাধিক মামলায় জড়িয়ে ফেলায় এটিএম কাণ্ডে ধৃত দু’জনকে আনতে অনেক কাঠখড় পোহাতে হচ্ছে পুলিসকে। যদিও হার মানতে নারাজ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস। এটিএম লুট কাণ্ডে জড়িত প্রত্যেককেই দ্রুত তাদের হেফাজতে নিতে আনতে মরিয়া তদন্তকারীরা। পুলিস সূত্রে জানা গিয়েছে, অন্যান্য এটিএম লুট কাণ্ডের পর যেমন দলের দু-একজন সদস্যকে এলাকায় রেখে বাকিরা পালিয়ে যেত। কিন্তু এক্ষেত্রে সেই ঘটনা ঘটানো হয়নি। কাজেই তারা যে ডেরাতেই থাকুক না কেন তাদেরকে ধরে আনতে মরিয়া পুলিস। এবিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, হরিয়ানাতেও আমাদের দল পাঠিয়েছিলাম। তারা তাদের পরিবারের প্রত্যেককে জেরা করেও কাউকে খুঁজে পায়নি। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। দিল্লিতে ধৃতদেরকেও দ্রুত আনার জন্য একাধিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)