নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শুক্রবার সকালে বড়জোড়ায় যাত্রীবাহী বাস উল্টে ১০জন জখম হন। এদিন সকাল ৬টা নাগাদ বড়জোড়া থানার হাটআশুরিয়া মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বিষ্ণুপুর-দুর্গাপুর রুটের বাসটি বেলিয়াতোড় থেকে বড়জোড়ার দিকে যাচ্ছিল। বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক ধরে যাওয়ার সময় এক বাইক আরোহী বাসের সামনে চলে আসেন। তাঁকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তার পাশে বাসটি উল্টে যায়। পুলিস ও স্থানীয় বাসিন্দারা জখমদের উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। পুলিস দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করেছে। চালক পলাতক।