একমাসে দেড় হাজার বৃক্ষরোপণ সাগরদিঘির গাছপাগল যুবকের
বর্তমান | ০২ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বৃক্ষরোপণের উপযুক্ত সময় বর্ষাকাল। তাই ভরা বর্ষায় প্রকৃতিকে আরও সবুজ করতে উদ্যোগী হয়েছে গাছ পাগল এক যুবক। একমাসে দেড়হাজার গাছ লাগিয়েছেন তিনি। সাগরদিঘির প্রত্যন্ত গ্রামে বসবাস করে গোটা জেলাজুড়েই তিনি বিভিন্ন উৎসবে এবং মরশুমে গাছ বিলি করে চলছেন। কখনও স্বাস্থ্য পরীক্ষার শিবিরে আবার কখনও কোনও মেলায় গাছ নিয়ে হাজির হয়ে যান তিনি। প্রকৃতির প্রতি তাগিদ অনুভব করেন বলেই লাগাতার সারাবছর ধরেই গাছ লাগিয়ে চলেছেন সাগরদিঘির রামচন্দ্র দত্ত। শুক্রবার সাগরদিঘিতে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আগত প্রত্যেককে ফুল, ফল ও বৃক্ষ জাতীয় গাছ উপহার দেন তিনি।
রামচন্দ্রবাবু বলেন, পরিবেশ দিবসের পর থেকে এখনও পর্যন্ত আমরা দেড় হাজার গাছ লাগিয়েছি। গোটা জেলাতেই আমরা বিভিন্ন রাস্তার ধারে বৃক্ষরোপণ করছি। শুধু গাছ লাগানো নয়, গাছগুলির পরিচর্যা করা এবং যত্ন নিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। যেখানেই সুযোগ পাই সেখানেই গাছ নিয়ে হাজির হয়ে যাই। সবুজ বাঁচাতে মানুষকে সচেতন করি। নিজের খরচায় নার্সারি থেকে গাছ কিনে তা মানুষের মধ্যে বিলি করি। এটাই আমার শখ।