• ভগবানপুরের পঞ্চায়েতে পানীয় জল ও অডিটোরিয়ামের উদ্বোধন
    বর্তমান | ০২ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: শুক্রবার ভগবানপুর-২ব্লকের অর্জুননগর গ্রাম পঞ্চায়েতে পরিস্রুত পানীয় জল ও অডিটোরিয়ামের উদ্বোধন হল। এই উপলক্ষ্যে গ্রাম পঞ্চায়েতে এক অনুষ্ঠান হয়। সেখানে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া, পঞ্চায়েত সমিতির সভানেত্রী শ্যামলি গিরি, বিডিও নৃপেন বিশ্বাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গ্রামীণ এলাকায় মানুষের কাছে পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি যৌথ উদ্যোগে ৫৩লক্ষ টাকা ব্যয়ে পরিকাঠামো গড়েছে। ৫০০গ্রাম, এক লিটার থেকে ২০লিটার জ্যারিকেনে পরিস্রুত পানীয় জল ওই গ্রাম পঞ্চায়েতের নানাপ্রান্তে পাঠানো হবে। ২০লিটার জলের দর রাখা হচ্ছে আট টাকা। 

    পঞ্চদশ অর্থ কমিশন ও পঞ্চম অর্থ কমিশনের ৩১লক্ষ টাকায় গ্রাম পঞ্চায়েত একটি অডিটোরিয়াম তৈরি করেছে। এর ফলে পঞ্চায়েতের যেকোনও বড় প্রোগ্রাম করতে সুবিধা হবে। বাম জমানা থেকেই অর্জুননগর একটি সন্ত্রাসকবলিত এলাকা হিসেবে চিহ্নিত। রাজনৈতিক অস্থিতার জেরে উন্নয়ন ব্যাহত হতো। যদিও তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তমকুমার মাইতি ওরফে অরুণ ২০২৩সাল থেকে নানা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করছেন। কাজের মাধ্যমে মানুষজনের আস্থা অর্জন করতে চাইছেন। সেই লক্ষ্যে পরিকাঠামোর উপর জোর দিচ্ছে অর্জুননগর গ্রাম পঞ্চায়েত।জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া বলেন, এদিন পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের সহযোগিতা পরিস্রুত পানীয় জল প্রকল্পের উদ্বোধন হয়েছে। একই সঙ্গে অডিটোরিয়াম হল চালু হল। একটা সময় রাজনৈতিক হানাহানির কারণে এখানে উন্নয়ন স্তব্ধ। এখন এলাকায় শান্তি বজায় থাকার ফলে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা যাচ্ছে। একটা বিষয় পরিষ্কার, এলাকায় শান্তি থাকলে উন্নয়ন করা সম্ভব। সাধারণ মানুষের কাছে সহজে সরকারি পৌঁছে দেওয়া যায়। এই তল্লাটের আপামর মানুষজন সেটা বুঝতে পেরেছেন। তাই তাঁরা হানাহানির সঙ্গে জড়িতদের প্রত্যাখ্যান করেছেন। ২আগস্ট গোটা রাজ্যজুড়ে একটা যুগান্তকারী কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ চালু হবে। ভগবানপুর-২ব্লকে অর্জুননগর থেকেই এই কর্মসূচি শুরু হবে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)